বুমরাহর ভূয়সী প্রশংসায় টেন্ডুলকার

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহকে বিশ্বসেরা বোলারের তকমা দিয়েছেন ভারতের কিংবদন্তী ক্রিকেটার শচীন টেন্ডুলকার। তবে এখনও নিজের সেরাটা দেয়ার বাকি রয়েছে এই পেসারের বলে মনে করেন তিনি। আর সেই পারফর্মেন্সের প্রতিক্ষাতেই আছেন ভারতীয় এই সাবেক ক্রিকেটার।
আইপিএলের দ্বাদশ আসরে মুম্বাই ইন্ডিয়ান্সকে ট্রফি এনে দেয়ার অন্যতম হাতিয়ার ছিলেন বুমরাহ। ফাইনাল ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছেন তিনি। চার ওভার হাত ঘুরিয়ে মাত্র ১৪ রান খরচায় তুলে নিয়েছেন দুটি উইকেট।

শুধু আইপিএলে নয়, ক্রিকেটের যে কোন পর্যায়ে বুমরাহর কাছ থেকে এর চেয়েও ভালো প্রত্যাশা করছেন ভারতের হয়ে ৪৬৩ ওয়ানডে খেলা শচিন। তাঁর ভাষায়,
'আমি একটা কথা সাফ সাফ বলে দিতে চাই। এই মুহূর্তে বিশ্বের সেরা বোলারের নাম জাসপ্রিত বুমরাহ। আমি এও মনে করি, ওর সেরা খেলাটা আমরা এখনও দেখতে পাইনি। আশা করব, ভবিষ্যতে সেটা দেখতে পাব।'
ফাইনালে ম্যাচ সেরার পুরষ্কারটা বুমরাহর হাতেই উঠেছে তাঁর অসাধারণ পারফর্মেন্সের জন্য। পুরো টুর্নামেন্টে ১৬টি ম্যাচ খেলে ৬.৬৩ ইকোনমিতে ১৯ উইকেটের মালিক বুমরাহর প্রশংসা করেছেন মুম্বাইয়ের ক্রিকেটার যুবরাজ সিং। তিনি বলেন, 'আমিও মনে করি বুমরা এই মুহূর্তে বিশ্বের সেরা বোলার। জীবনের সেরা বোলিংটা করছে ও।'