promotional_ad

আইপিএলে ধোনির পুনর্জন্ম হয়েছেঃ ম্যাককালাম

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম মনে করেন, আইপিএলের দ্বাদশ আসরে ভারতীয় সাবেক কাপ্তান মহেন্দ্র সিং ধোনির ব্যাটিংয়ের পুনর্জন্ম হয়েছে। দীর্ঘদিন ফর্মহীনতায় ভোগা ধোনি এবারের আইপিএল দুর্দান্ত ব্যাটিং করেছেন।


২০১৮ সালে নিজেকে যেন হারিয়ে খুঁজছিলেন ধোনি। ব্যাট হাতে তেমন অবদানই রাখতে দেখা যায়নি তাঁকে। এ সময় ২০টি ওয়ানডে খেলেছেন ধোনি, যেখানে একটি অর্ধশতকও আসেনি তাঁর ব্যাট থেকে। সর্বোচ্চ ৪২ রানের ইনিংস খেলেছিলেন তিনি।


promotional_ad

২০১৯ সালের শুরুতে অস্ট্রেলিয়া সিরিজ দিয়ে স্বরূপে ফেরেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। টানা তিনটি অর্ধশতক হাঁকিয়ে নিজেকে প্রমাণ করেন। সদ্য শেষ হওয়া আইপিএলেও সম্পূর্ণ টুর্নামেন্টে ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন ধোনি। দলের বিপর্যয়ে ব্যাট হাতে দারুণ সব ইনিংস উপহার দিয়েছিলেন তিনি। টুর্নামেন্টে ১৫ খেলে ৪১৬ রান সংগ্রহ করেছিলেন তিনি। যেখানে তিনটি অর্ধশতক ছিল তাঁর।


রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে অপরাজিত ৮৪ রানের ইনিংস ছিল ধোনির সর্বোচ্চ। উইকেটে টিকে থেকে শক্তিশালী বোলিং লাইন আপের সামনে অসাধারণ ব্যাটিং করে নিজের সামর্থ্য আরও একবার প্রমাণ করেছেন ধোনি।


'এবারের আইপিএলে সবচেয়ে বড় দিক হচ্ছে ধোনির ব্যাটিংয়ের পুনর্জন্ম হয়েছে। সে সবধরনের বোলিং আক্রমণের সামনে রান তুলতে সক্ষম ছিল,' বলেছেন ২০১৫ বিশ্বকাপে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেয়া ম্যাককালাম।


ইংল্যান্ড বিশ্বকাপে ভারতের হয়ে খেলতে যাচ্ছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। ভারতীয় দলের জন্য ধোনি অমূল্য, বিশ্বাস করছেন কিউইদের হয়ে ২৬০ ওয়ানডে খেলা ম্যাককালাম।


'ভারতীয় দলের জন্য সে (ধোনি) অমূল্য। ক্রিকেটের একটি নীল নকশা রয়েছে তাঁর মাথায়। সে সবসময়ই প্রতিপক্ষকে চাপে রাখে যখন সে ক্রিজে যায় এবং খেলাটি ভালোভাবে পড়ে নেয়। তাঁর ফিটনেস অসাধারণ। সে সম্প্রতি দারুণ ব্যাটিং করছে। তাঁর নিস্তব্ধতা তাঁকে সামনের পরিস্থিতি বিচারে সহায়তা করে। সে জানে কখন কিভাবে খেলতে হয়।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball