আইসিসির নিয়ম ভেঙেছেন কোহলি

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
জরিমানার কবলে পড়েছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিয়ম ভঙ্গ করায় ম্যাচ ফি'র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে তাঁকে।
শনিবার আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে আইসিসির লেভেল-১ ধারা ভঙ্গ করেছেন বিরাট। ২.১ অনুচ্ছেদ অনুযায়ী আন্তর্জাতিক ম্যাচে অতিরিক্ত আগ্রাসী ভঙ্গিমায় আবেদন করা যাবে না। সেই কাজটিই করেছেন কোহলি।

সাউদাম্পটনে অনুষ্ঠিত আফগানদের বিপক্ষে ম্যাচের ২৯তম ওভারে এই ঘটনা ঘটে। আম্পায়ার আলিম দারের দিকে আগ্রাসী ভঙ্গিমায় লেগ বিফরের আবেদন করেছেন তিনি বলে অভিযোগ আনা হয়।
মাঠে থাকা আলিম দার এবং রিচার্ড ইলিংওয়ার্থ, তৃতীয় আম্পায়ার রিচার্ড কেটেলবার্গ এবং চতুর্থ আম্পায়ার মাইকেল গগ কোহলির বিপক্ষে অভিযোগটি এনেছিলেন।
ম্যাচ রেফারি ক্রিস বোর্ড অভিযোগটি উত্থাপন করলে কোহলি সঙ্গে সঙ্গেই নিজের দোষ মেনে নেন। যে কারণে কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
২০১৮ সালের ১৫ জানুয়ারি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে নিয়ম ভেঙ্গে একটি ডিমেরিট পয়েন্ট পেয়েছিলেন। এবার তাঁর ডিমেরিট পয়েন্ট দাঁড়িয়েছে দুইয়ে।