ভারতের বিপক্ষেই বাংলাদেশের ফাইনাল ম্যাচঃ মাশরাফি

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ভারতের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের জন্য সেমিফাইনাল অথবা ফাইনাল ম্যাচ হিসেবে দেখছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। সেরা চারের দৌড়ে টিকে থাকতে হলে ভারতের বিপক্ষে জয়ের বিকল্প দেখছেন না টাইগার কাপ্তান।
বিশ্বকাপের অন্যতম ফেভারিট দল ভারত। টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে রয়েছে দলটি। সেমিফাইনালের দৌড়ে অনেকটা এগিয়ে ভারত। তবে এখনো সম্ভাবনা রয়েছেন বাংলাদেশ দলেরও।

সাত পয়েন্ট নিয়ে টেবিলে পাঁচ নম্বর অবস্থানে আছে দলটি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের পরাজয় বাংলাদেশের আশার পালে হাওয়া দিচ্ছে। কিন্তু মাশরাফি সমীকরণ নিয়ে ভাবছেন না, ভাবছেন পরবর্তী দুই ম্যাচ নিয়ে। পাঁচ দিনের অবকাশ যাপনের আগে মাশরাফি বলেন, 'এখনও অনেক হিসাব-নিকাশ আছে।
কিন্তু ভারতের বিপক্ষে আমাদের জিততেই হবে কারণ সেমিফাইনালে যেতে হলে আমাদের জেতার বিকল্প নেই। আমাদের জন্য সেমিফাইনাল অথবা ফাইনাল ম্যাচ। বাঁচা-মরার ম্যাচ। অন্য কিছু চিন্তা করার নেই। যদি আমদের টিকে থাকতে হয় ভারতের বিপক্ষে জিততেই হবে।'
যদিও এক ম্যাচ জয় নিয়েও বাংলাদেশের সেমিফাইনাল খেলার সম্ভাবনা রয়েছে। তবে এর জন্য ইংল্যান্ডকে হারতে হবে বাকি সবগুলো ম্যাচ। শ্রীলঙ্কাকে হাতে থাকা তিন ম্যাচের একটির বেশি জেতা যাবে না। পাকিস্তানকে হারতে হবে একটি ম্যাচ।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ জিতে বিশ্বকাপের শুভসূচনা করেছিল বাংলাদেশ। এরপর ওয়েস্ট ইন্ডিজ এবং আফগানিস্তানের বিপক্ষে জয়ে এখনো সেমিফাইনালের স্বপ্ন বেঁচে আছে মাশরাফির দলের।