ভারতের বিপক্ষে হার তাঁতিয়ে দিয়েছে অস্ট্রেলিয়াকে

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্বকাপে ভারতের বিপক্ষে হারই তাঁতিয়ে দিয়েছে অস্ট্রেলিয়াকে বলে জানিয়েছে পেসার মিচেল স্টার্ক। টুর্নামেন্টের ১৪তম ম্যাচে বিরাট কোহলির দলের কাছে ৩৬ রানে পরাজিত হয়েছিল অ্যারন ফিঞ্চের অস্ট্রেলিয়া।
সেই পরাজয়ের পর দারুণভাবে ঘুরে দাঁড়ায় তারা। একই সঙ্গে টানা জয় দিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে জায়গা করে নেয় অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ডের বিপক্ষে গত ম্যাচে ৮৬ রানের বড় জয় পেয়েছিল ফিঞ্চ বাহিনী।

সেই ম্যাচে শুরুতে দ্রুত উইকেট হারালেও উসমান খাওয়াজা এবং অ্যালেক্স ক্যারির জোড়া হাফসেঞ্চুরিতে শেষ পর্যন্ত ৯ উইকেটে ২৪৩ রানের পুঁজি পায় অজিরা। দলের ব্যাটিং নিয়ে তাই সন্তোষ প্রকাশ করেছেন স্টার্ক।
ম্যাচ শেষে তিনি বলেছেন, 'ভারতের বিপক্ষে ম্যাচ থেকে আমরা মিডল ওভারে উইকেট পাচ্ছি নিয়মিত। ভারতের সঙ্গে সেই ম্যাচটিতে আমরা কিছুত নিস্প্রভ ছিলাম। আমরা আজ ভালো শুরু পাইনি, তবে শেষ পর্যন্ত ভালো পুঁজি পেয়েছি মিডল অর্ডার ব্যাটসম্যানদের দুর্দান্ত ব্যাটিংয়ে। '
কিউইদের বিপক্ষে বল হাতে দারুণ পারফর্মেন্স করেছেন পেসার জেসন বেহরেনডর্ফ। ৯ ওভারে ৩১ রান খরচায় দুই ওপেনার মার্টিন গাপটিল এবং হেনরি নিকোলসের উইকেট ২টি তুলে নেন তিনি। বেহরেনডর্ফের ভূয়সী প্রশংসা করতে তাই ভুল করেননি স্টার্ক। পাশাপাশি অধিনায়ক ফিঞ্চের বন্দনাও করেছেন তিনি।
স্টার্ক বলেছেন, 'জেসন তাঁর শেষের দুই ইনিংসে অসাধারণ ছিল, সে এই সুযোগ দুই হাতে কাজে লাগিয়েছে। আমরা জয়ের পথ খুঁজে বের করছি। আমি মনে করি আমাদের ধৈর্যশীলতা এক্ষেত্রে বড় ভূমিকা রাখছে এবং আমার মতে ফিঞ্চির নেতৃত্বের কারণে এটি হচ্ছে। সে অধিনায়ক হিসেবে অসাধারণ।'