promotional_ad

চূড়ায় থেকে বিশ্বকাপ শেষ করবে সাকিবঃ মাশরাফি

রতন গোমেজ
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


চূড়ায় থেকে বিশ্বকাপ শেষ করবেন সাকিব আল হাসান বলে মনে করেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ক্রিকেটের সবচেয়ে বড় এই আসরে নিজেকে সর্বোচ্চ অবস্থায় নিয়ে যাবেন সাকিব, বিশ্বাস মাশরাফির।


এখন পর্যন্ত ব্যাটে-বলে বাংলাদেশের হয়ে দুর্দান্ত পারফর্মেন্স করেছেন অলরাউন্ডার সাকিব। দুটি সেঞ্চুরি এবং তিনটি হাফ সেঞ্চুরির সঙ্গে ৪৭৬ রান নিয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তৃতীয় অবস্থানে আছেন এই বাঁহাতি।


promotional_ad

বল হাতেও তাঁর নামের পাশে রয়েছে ১০টি উইকেট। বিশ্বকাপের এক আসরে ৪০০ রান এবং ১০ উইকেট নেয়া একমাত্র ক্রিকেটার সাকিব। বিশ্বকাপের ইতিহাসে ১ হাজার রান এবং ৩০ উইকেট নেয়া একমাত্র ক্রিকেটারও।


ভারত ও পাকিস্তানের বিপক্ষে ম্যাচেও সাকিবের কাছে সর্বোচ্চ পারফর্মেন্সটা চান মাশরাফি। নিজেকে সর্বোচ্চ স্থানে রাখুক সাকিব, চাওয়া দলের কাপ্তানের। বাংলাদেশকে গ্রুপ পর্ব পার করতে হলে সাকিবকে জ্বলে উঠতেই হবে বলে মানছেন তিনি।


মাশরাফি বলেছেন, 'এখনো দুই ম্যাচ বাকি। আমরা আশা করছি সে তাঁর (সাকিব) ছন্দ ধরে রাখবে এবং ভালো অবস্থানে থেকে শেষ করবে বিশ্বকাপ। আমি মনে করি, যতটুকু সামর্থ্য সবই করছে সাকিব। সে ব্যাটিং, ফিল্ডিং, বোলিং তিন বিভাগেই সেরাটা দিচ্ছে। সত্যি কথা বলতে, সে আমার এবং দলের কাছে সেরা পারফর্মার। আমি মনে করেই বিশ্বকাপের সেরা পারফর্মার সে।'


আজ (২ জুলাই) ভারতের বিপক্ষে লড়াইয়ে নামবে বাংলাদেশ। বার্মিংহামের এজবাস্টনে বিরাট কোহলির দলের বিপক্ষে সাকিবের সেরা পারফর্মেন্স বাংলাদেশকে শক্ত অবস্থানে রাখবে। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball