কোহলির বাহবা পেল বাংলাদেশ

ছবি: ছবিঃ বিসিবি, রতন গোমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশকে প্রশংসায় ভাসিয়েছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। ভারতের বিপক্ষে বিশ্বকাপের স্বপ্ন বাঁচিয়ে রাখার ম্যাচে শেষ পর্যন্ত লড়াই করেছে বাংলাদেশ। যদিও শেষ পর্যন্ত ২৮ রানে পরাজিত হতে হয়েছে বাংলাদেশকে। আর এখানেই সেমিফাইনালের স্বপ্ন শেষ দলটির।
পুরো আসর জুড়ে দুর্দান্ত ক্রিকেট খেলেছে মাশরাফি বিন মুর্তজার দল। দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজের মতো শক্তিশালী দলগুলোকে হারিয়েছে তারা। বাকি দলগুলোর হুমকি ছিল বাংলাদেশ।

যদিও শেষ পর্যন্ত টুর্নামেন্ট থেকে ছিটকে পড়তে হয়েছে তাদের। ভারতের বিপক্ষে অগ্নি পরীক্ষায় ব্যর্থ হয়েছে মাশরাফিবাহিনী। ৩১৫ রানের বিশাল লক্ষ্যে ২৮৬ রানেই থেমে যায় বাংলাদেশের ইনিংস। কিন্তু নিজেদের সেরাটা দিয়েছে বাংলাদেশ, মনে করছেন ভারতের অধিনায়ক কোহলি।
'টুর্নামেন্ট জুড়ে বাংলাদেশ দারুণ ক্রিকেট উপহার দিয়েছে। এমনকি আজ শেষ বল পর্যন্ত তারা অভিপ্রায়ের সাথে খেলেছে। দারুণ ব্যাটিং করে গেছে।' ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বলেছেন তিনি।
পাকিস্তানের বিপক্ষে ২০১৯ বিশ্বকাপের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। আগামী ৫ জুলাই লর্ডসে বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায় অনুষ্ঠিত হবে ম্যাচটি।