হায়দরাবাদের চোখে কিংবদন্তি সাকিব

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ভারতের বিপক্ষে গত ম্যাচে অনন্য এক রেকর্ড গড়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে বিশ্বকাপের এক আসরে ৫০০ রান এবং ১০ উইকেট শিকারের গৌরব অর্জন করেছেন তিনি।
সাকিবের এরূপ অর্জনে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে অভিনন্দন জানিয়েছে তাঁর আইপিএলের দল সানরাইজার্স হায়দরাবাদ। একই সঙ্গে সাকিবকে বাংলাদেশের হিরো হিসেবে আখ্যা দিয়েছে তারা।
টুইট বার্তায় হায়দরাবাদ দলটি লিখেছে, 'বিশ্বকাপের এক আসরে ৫০০ প্লাস রান এবং ১০ প্লাস উইকেট নেয়া একমাত্র ক্রিকেটার! বিশ্বসেরা অলরাউন্ডার এবং ২০১৯ বিশ্বকাপে বাংলাদেশের হিরো।'

ভারতের বিপক্ষে ম্যাচটির আগে অবশ্য আরেকটি বিশ্ব রেকর্ড গড়েন সাকিব। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটিতে প্রথম ক্রিকেটার হিসেবে বিশ্বকাপ ইতিহাসে ১ হাজার রান এবং ৩২ উইকেট শিকার করেন তিনি।
এবারের বিশ্বকাপে ব্যাট হাতে ৭ ম্যাচে ৯০.৩৩ গড়ে ৫৪২ রান সংগ্রহ করেছেন সাকিব। যেখানে তিনি হাঁকিয়েছেন ২টি সেঞ্চুরি এবং ৪টি হাফ সেঞ্চুরি। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় দ্বিতীয়তে তাঁর অবস্থান। পাশাপাশি বল হাতে শিকার করেছেন ১১ উইকেট।