promotional_ad

এখন অবসর নিক ধোনি, চাওয়া বিসিসিআইয়ের

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ভারতীয় দলের অপরিহার্য ক্রিকেটার হিসেবে এখন আর মহেন্দ্র সিং ধোনিকে বিবেচনা করা হয় না। বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) বিশ্বস্ত সূত্র জানিয়েছে, আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে সাবেক অধিনায়ক ধোনিকে নিয়ে কোনো পরিকল্পনা করা হচ্ছে না।


এবারের বিশ্বকাপে ডানহাতি এই ব্যাটসম্যানের পারফর্মেন্সে সন্তুষ্ট নয় বিসিসিআই। টুর্নামেন্টে ৪৫.৫ গড়ে ব্যাটিং করে ২৭৩ রান সংগ্রহ করেছেন ধোনি। নামের পাশে দুটি হাফ সেঞ্চুরি যোগ করতে সক্ষম হয়েছেন ভারতের উইকেটরক্ষক ব্যাটসম্যান ধোনি।


promotional_ad

বেশ কয়েকটি ম্যাচে দলকে জেতানোর সুযোগ পেয়েছিলেন ধোনি। কিন্তু তাঁর ম্যাচ শেষ করে আসার সামর্থ্য পরিলক্ষিত হয়নি এবারের বিশ্বকাপে। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে ৩১ বলে ৪২ রানের ইনিংস খেললেও ম্যাচ জেতাতে পারেননি তিনি।


তাই ভারতীয় বোর্ড বিসিসিআই মনে করছে, ধোনির সম্মানের সঙ্গে এখনই বিদায় নেয়া উচিত। তাঁর তরুণ ক্রিকেটারদের সুযোগ করে দেয়া প্রয়োজন। কারণ এখন আর ভারতীয় দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার নয় ধোনি।


বিসিসিআইয়ের সূত্র জানায়, 'আমরা বিস্মিত ধোনি এখনো সিদ্ধান্ত নেয়নি। ঋষভ পান্তের মতো তরুণ ক্রিকেটাররা সুযোগ লুফে নিতে অপেক্ষায় আছে। আমরা বিশ্বকাপে দেখেছি ধোনি আগের সেই ব্যাটসম্যান নেই। ৬, ৭ নম্বরে ব্যাটিংয়ে নেমে গতির বিপক্ষে খেলতে সে হিমশিম খাচ্ছে।


'যা দলের ক্ষতি করছে। আমার মনে হয় না ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপের দলের জন্য নির্বাচকদের নজরে সে আছে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে তাঁর সম্মানের সঙ্গে এখনই বিদায় নেয়া উচিত। সে দলের অপরিহার্য অংশ নয়।'


২০১১ ওয়ানডে বিশ্বকাপ এবং ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ ধোনির নেতৃত্বেই জিতেছে ভারত। ৩৫০ ওয়ানডে, ৯০ টেস্ট এবং ৯৮ টি-টোয়েন্টি খেলেছেন ডানহাতি এই ব্যাটসম্যান। ওয়ানডে ফরম্যাটে ৫০.৫৭ গড়ে ১০ হাজারের বেশি রান সংগ্রহ করেছেন তিনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball