এবার বাংলাদেশ যুবাদের লক্ষ্য ভারত বধ

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
জয় দিয়ে ইংল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। প্রথম ম্যাচ স্বাগতিক ইংল্যান্ডকে হারিয়েছে তারা। বুধবার (২৪ জুলাই) নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারত অনূর্ধ্ব-১৯ দলের মুখোমুখি হবে বাংলাদেশের যুবারা। ওরচেষ্টারে বাংলাদেশ সময় বিকাল ৪টায় শুরু হবে ম্যাচটি।
প্রথম ম্যাচে দারুণ এক জয় পাওয়ায় বুক ফুলিয়েই ভারতের বিপক্ষে মাঠে নামছে অনূর্ধ্ব-১৯ দলের সদস্যরা। তবে ভারতও সিরিজের প্রথম জিতেছে। স্বাগতিক ইংল্যান্ডকে হারিয়ে তারা টুর্নামেন্টে শুভযাত্রা করেছে। তাই আত্মবিশ্বাসে পিছিয়ে নেই ভারত যুবারাও।
আকবর আলীরা প্রথম ম্যাচে ইংলিশদের ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে। তানজিম হাসান সাকিব, শামিম হোসেনদের দুর্দান্ত বোলিংয়ে নির্ধারিত ৫০ ওভারে ২০০ রানের পুঁজি দাঁড় করায় ইংল্যান্ড। জবাবে ৭১ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় তৌহিদ হৃদয়, শাহাদাত হোসেনরা।

ইংল্যান্ড যুবাদের বিপক্ষে ৫ উইকেটের জয় তুলে নেয় ভারত। প্রথম ম্যাচ জিতে দুই দলই সমান পয়েন্ট নিয়ে টেবিলে এগিয়ে আছে। নেট রানরেটে ভারতের তুলনায় এগিয়ে থেকে শীর্ষে আছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
বুধবার (২৪ জুলাই) ভারতের বিপক্ষে ম্যাচ জিতে ছন্দ ধরে রাখতে চাইবেন আকবর-হৃদয়রা।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলঃ
আকবর আলী (অধিনায়ক), তৌহিদ হৃদয়, তানজিদ হাসান, মোহাম্মদ প্রান্তিক, শরিফুল ইসলাম, পারভেজ হোসেন, শামিম হোসেন, শাহাদাত হোসেন, রকিবুল হাসান, রিশাদ হোসেন, মৃতঞ্জয় চৌধুরী, অভিষেক দাস, মাহমুদুল হাসান, তানজিম হাসান ও শাহীন আলম।
ভারত অনূর্ধ্ব-১৯ দলঃ
প্রিয়ম গর্গ (ক্যাপ্টেন), যশস্বী জসওয়াল, ঠাকুর তিলক বর্মা, দিব্যাংশ সাক্সেনা, শাশ্বত রাওয়াত, ধ্রুব চাঁদ জুরেল (উইকেটকিপার), শুভাঙ্গ হেজ, রবি বিষ্ণই, বিদ্যধর পাতিল, সুশান্ত মিশ্র, রসিক সালাম, সমীর রিজভি, প্রজ্ঞেশ কানপিলেওয়ার, কামরান ইকবাল, প্রিয়েশ প্যাটেল (উইকেটকিপার), করণ লাল, পূর্ণক ত্যাগী ও অংশূল খাম্বোজ ৷