promotional_ad

ভারতীয় টুর্নামেন্টের সেমিফাইনালে মুমিনুলরা

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ড. (ক্যাপ্টেন) থিম্মাপ্পিয়া মেমোরিয়াল টুর্নামেন্টের গ্রুপ পর্বের শেষ ম্যাচে কেএসসিএ সেক্রেটারিস একাদশকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একাদশ। প্রথম দুই ম্যাচ ড্র করা বিসিবি একাদশকে সেমিফাইনাল খেলতে হলে শেষ ম্যাচে জয়ের বিকল্প কিছু ছিল না। দলীয় পারফর্মেন্সে একদিন বাকি থাকতেই কেএসসিএ সেক্রেটারিস একাদশের বিপক্ষে ১০ উইকেটের জয় নিয়ে মাঠ ছেড়েছে মুমিনুল হকের দল।


বিসিবি একাদশকে ৮৬ রানের লক্ষ্য দিতে সক্ষম হয়েছিল কেএসসিএ সেক্রেটারিস একাদশ। সেই লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ২৪.১ ওভারে ব্যাটিং করতেই জয় তুলে নেয় মুমিনুলরা। দুর্দান্ত ব্যাটিং করেন হাফ সেঞ্চুরি তুলে নেন বাঁহাতি ওপেনার সাদমান ইসলাম। তাঁকে দারুণ সঙ্গে দিয়েছেন অভিজ্ঞ ব্যাটসম্যান জহুরুল ইসলাম। ৫২ রানে সাদমান এবং ৩২ রানে জহুরুল অপরাজিত থেকে জয় নিয়ে মাঠ ছেড়েছেন।


এর আগে ৫৬ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিন ব্যাটিংয়ে নেমেছিল কেএসসিএ সেক্রেটারিস একাদশ। অভিনব মনোহরের অসাধারণ ব্যাটিংয়ে লক্ষ্য ছুঁড়তে পেরেছিল দলটি। ব্যাট হাতে দারুণ খেলেছেন অভিনব। ১১৭ রানের ইনিংস খেলেছেন তিনি। এছাড়া প্রবীণ দুবে ৫৫ এবং বিজয় এন সাগারের ৫৯ রানে দ্বিতীয় ইনিংসে ৩৪০ রানের পুঁজি পায় কেএসসিএ সেক্রেটারিস একাদশ।


বাংলাদেশের হয়ে বল হাতে দুর্দান্ত ছিলেন এবাদত হোসেন, শহিদুল ইসলাম, আরিফুল হক এবং মুমিনুল হক। সর্বোচ্চ তিনটি উইকেট পেয়েছেন এবাদত। দুটি করে উইকেট নিয়েছেন শহিদুল, আরিফুল এবং মুমিনুল। একটি উইকেট নিতে সক্ষম হয়েছেন সানজামুল ইসলাম।


কিন্তু আগে ব্যাটিংয়ের সুযোগ পেয়েও প্রথম ইনিংসে ভালো করতে পারেনি কেএসসিএ সেক্রেটারিস একাদশের ব্যাটসম্য???নরা। বিসিবি একাদশের বোলারদের তোপে মাত্র ৭৯ রানেই থেমেছিল তাদের ইনিংস। অসাধারণ বোলিং করে পাঁচ উইকেট নিয়েছেন শহিদুল। তিনটি উইকেট এসেছে আরিফুলের বোলিংয়ে, দুটি উইকেট পেয়েছেন এবাদত।


promotional_ad

প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৩৩৪ রান সংগ্রহ করেছিল বিসিবি একাদশ। যা দলটির সহজ জয়ে বড় অবদান রেখেছিল। কারণ এই ইনিংসেই বিশাল লিড পেয়ে গিয়েছিল বাংলাদেশ। এই ইনিংস বিসিবি একাদশের হয়ে তিন ব্যাটসম্যান হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন।


সাদমান ইসলাম ৫৯ রান, নাজমুল হোসেন শান্ত ৭২ রান এবং নুরুল হাসান সোহান ৬৮ রানের ইনিংস খেলেছেন। কেএসসিএ সেক্রেটারিস একাদশের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট নিয়েছেন আনান্দ। দুটি করে উইকেট পেয়েছেন কে এস দিভাই এবং প্রবীণ দুবে। 


সংক্ষিপ্ত স্কোরঃ


কেএসসিএ সেক্রেটারিস একাদশ ১ম ইনিংসঃ ৭৯/১০ (৪১ ওভার)


(প্রবীণ ১৬; শহীদুল ৫/২০, আরিফুল ৩/২২, এবাদত ২/৩৬)


বিসিবি একাদশ ১ম ইনিংসঃ ৩৩৪ অলআউট (১০২.৩ ওভার)


(শান্ত ৭২, সোহান ৬৮; আনান্দ ৪/৫৯, প্রবীণ ২/৫৫)


কেএসসিএ সেক্রেটারিস একাদশ ২য় ইনিংসঃ ৩৪০ অলআউট, ওভার- ৮৫.২ ওভার


(অভিনব ১১৭, বিজয় ৫৯; এবাদত ৩/৮৪, মুমিনুল ২/৫


বিসিবি একাদশ ২য় ইনিংসঃ ৪৬/০, ওভার- ২৪.১


(জহুরুল ৩২*, সাদমান ৫২*; দিভাই ০/৩, বিদ্যুৎ ০/২০)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball