'অভিনব' বুমরাহতে বিমোহিত ক্যারিবিয়ান কিংবদন্তি

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগা টেস্টে বল হাতে বিধ্বংসী রূপে আবির্ভূত হন ভারতের ডানহাতি পেসার জাসপ্রিত বুমরাহ। দ্বিতীয় ইনিংসে মাত্র ৭ রান খরচায় ৫ উইকেট শিকার করেন তিনি। তাঁর এই আগুনে বোলিংয়ের সামনে একেবারে মুখ থুবড়ে পড়তে হয় ক্যারিবিয়ানদের।
ভারতের দেয়া ৪১৯ রানের লক্ষ্যে খেলতে নেমে মাত্র ১০০ রানেই গুঁটিয়ে যায় স্বাগতিকরা। বুমরাহর এই দুর্দান্ত পারফর্মেন্সের ভূয়সী প্রশংসা না করে পারেননি ক্যারিবিয়ান কিংবদন্তি পেসার স্যার অ্যান্ডি রবার্টস এবং কার্টলি অ্যামব্রোস।

অ্যান্টিগায় মাঠে বসে বুমরাহর খেলা দেখার পর রবার্টস বলেন, 'বুমরাহের বোলিং অ্যাশন যেমন আলাদা, ওর রান আপও আলাদা প্রকৃতির। হাঁটতে হাঁটতে এগিয়ে এসে হঠাৎ করে সামনে চলে এসে বল করে। এই বোলিং অ্যাকশনটা অভিনব। সেই কারণে ব্যাটসম্যানদের বুমরাহকে বুঝতে সমস্যা হয়।'
এদিকে ওয়েস্ট ইন্ডিজের আরেক সাবেক পেসার অ্যামব্রোসের বিশ্বাস এই পারফর্মেন্সের ধারাবাহিকতা বজায় রাখতে পারলে ক্রিকেট বিশ্বে কিংবদন্তি বোলার হিসেবে নাম লেখাবেন বুমরাহ। তাঁর ভাষ্যমতে, 'বুমরাহকে দেখে আমাদের বোলিং প্রজন্মের কথা মনে পড়ে যাচ্ছে। ধারাবাহিকতা দেখাতে পারলে বল হাতে আমাদের মতো গ্রেট হতে পারবে। বোলার হিসেবে বুমরাহ পরিপূর্ণ।'
এখন পর্যন্ত মাত্র ১১টি টেস্টে ৫৫ উইকেট শিকার করেছেন জাসপ্রিত বুমরাহ। ২৫ বছর বয়সী এই পেসার অ্যান্টিগা টেস্ট সহ মোট ৪ বার পাঁচ উইকেট পেয়েছেন টেস্ট। এছাড়াও ৫৮ ওয়ানডেতে ১০৩ উইকেট নিয়েছেন বুমরাহ।