মুমিনুলদের বিপক্ষে লঙ্কানদের স্কোয়াড ঘোষণা

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
দুটি টেস্ট এবং তিনটি ওয়ানডে ম্যাচের সিরিজ খেলতে চলতি মাসেই শ্রীলঙ্কা সফরে যাচ্ছে বাংলাদেশ 'এ' দল। মুমিনুল হককে অধিনায়ক করে এরই মধ্যে ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এবার মুমিনুলদের বিপক্ষে নিজেদের 'এ' দল ঘোষণা করলো শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডও (এসএলসি)। যেখানে টেস্ট এবং ওয়ানডে দুই দলেরই অধিনায়ক হিসেবে থাকছেন জাতীয় দলের হয়ে ২৩টি ওয়ানডে খেলা ৩০ বছর বয়সী অলরাউন্ডার আশান প্রিয়াঞ্জন।
এছাড়াও জাতীয় দলের হয়ে খেলা ক্রিকেটারদের মধ্যে টেস্ট এবং ওয়ানডে স্কোয়াডে থাকছেন জেফরি ভ্যান্ডারসে ও বিশ্ব ফার্নান্দোর মতো ক্রিকেটাররা।
২৩ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি মাঠে গড়াবে ৭ অক্টোবর। ৯ এবং ১২ অক্টোবর যথাক্রমে অনুষ্ঠিত হবে দুই ও তিন নম্বর ওয়ানডে।
টেস্ট স্কোয়াডঃ
আশান প্রিয়াঞ্জন (অধিনায়ক), পাথুম নিশানকা, সঙ্গীত কুরে, লাহিরু উদারা, কামিন্দু মেন্ডিস, প্রিয়ামল পেরেরা, আশেন বান্দারা, মনোজ শরৎচন্দ্র, চারিথ আসালাঙ্কা, রমেশ মেন্ডিস, নিশান পেইরিস, মানিন্দা পুস্পাকুমারা, প্রবাথ জয়াসুরিয়া, বিশ্ব ফার্নান্দো, চামিকা করুনারত্নে, আসিথা ফার্নান্দো, মোহাম্মদ সিরাজ, শিরান ফার্নান্দো, জেফরি ভ্যান্ডারসে।
ওয়ানডে স্কোয়াডঃ
আশান প্রিয়াঞ্জন (অধিনায়ক), পাথুম নিশানকা, সান্দুন উইরাক্কোদি, লাহিরু উদারা, কামিন্দু মেন্ডিস, প্রিয়ামল পেরেরা, আশেন বান্দারা, রমেশ মেন্ডিস, আমিলা আপন্সো, জেফরি ভ্যান্ডারসে, বিশ্ব ফার্নান্দো, চামিকা করুনারত্নে, আশিথা ফার্নান্দো, ইশান জয়ারত্নে, শিরান ফার্নান্দো, শাম্মু আশান, আসেলা গুনারত্নে।
চারদিনের ম্যাচের সূচি:
তারিখ ![]() |
দল |
ভেন্যু |
২৩-২৬ সেপ্টেম্বর |
বাংলাদেশ ‘এ’-শ্রীলঙ্কা ‘এ’ |
কাটুনায়েকে |
৩০ সেপ্টেম্বর-৩ অক্টোবর |
বাংলাদেশ ‘এ’-শ্রীলঙ্কা ‘এ’ |
গল |
একদিনের ম্যাচের সূচি:
তারিখ |
দল |
ভেন্যু |
৭ অক্টোবর |
বাংলাদেশ ‘এ’-শ্রীলঙ্কা ‘এ’ |
হাম্বানটোটা |
৯ অক্টোবর |
বাংলাদেশ ‘এ’-শ্রীলঙ্কা ‘এ’ |
হাম্বানটোটা |
১২ অক্টোবর |
বাংলাদেশ ‘এ’-শ্রীলঙ্কা ‘এ’ |
কলম্বো |