promotional_ad

ভারতে সিরিজ হারলেন সাইফ-মেহেদীরা

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ভারতীয় অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে চার উইকেটে হেরে গেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। এই পরাজয়ে এক ম্যাচ বাকি থাকতেই পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-১ ব্যবধানে হেরে গেছে সাইফ হাসানের দল।


১১৮ বলে ১১১ রানের অপরাজিত ইনিংস খেলেছেন ভারত অনূর্ধ্ব-২৩ দলের অধিনায়ক প্রিয়াম গার্গ। মূলত তাঁর ইনিংসে ভর করেই ৪৬ বল হাতে রেখে সহজ জয় তুলে নেয় স্বাগতিকরা। প্রথমে ব্যাটিং করা বাংলাদেশ ৬ উইকেটে ২০১ রান তোলে। 


২০২ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা ভারতীয়দের শুরুতেই চেপে ধরেছিল বাংলাদেশ। ১৬ রানেই দুই উইকেট তুলে নেন মেহেদী হাসান, শফিকুল ইসলামরা। টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতার পর হাল ধরেন চারে নামা গার্গ।


অপরপ্রান্তে উইকেট বৃষ্টি হলেও এক প্রান্ত আগলে রেখে খেলেছেন তিনি। বাংলাদেশের বোলার মেহেদী হাসান, শফিকুল ইসলাম, তানভির ইসলামদের পাত্তাই দেননি গার্গ। 


ভারতের যাওয়া ছয়টি উইকেটের মধ্যে একটি করে নিয়েছেন মেহেদী, শফিকুল, সুমন খান এবং তানভির। রানআউট হয়ে ফিরেছেন বাকি দুই ব্যাটসম্যান।


promotional_ad

সিরিজ বাঁচানোর লড়াইয়ে প্রথমে ব্যাটিং করে ভারত অনূর্ধ্ব-২৩ দলকে ছোট লক্ষ্য দেয় বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। মাহিদুল ইসলাম অংকনের হাফ সেঞ্চুরিতে ২০১ রানের পুঁজি পায় সফরকারীরা।


২-১ ব্যবধানে পিছিয়ে থেকে সিরিজের চতুর্থ ওয়ানডে খেলতে নেমেছেন সাইফ হাসান, আরিফুল হকরা। বড় লক্ষ্য দেয়ার পরিকল্পনায় টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেও সুবিধা করতে পারেনি বাংলাদেশ। ইনিংসের শুরুতেই হোঁচট খায় দলটি।
 
দলীয় ১৪ রানেই ওপেনার মেহেদী হাসানকে হারায় তারা। মাত্র ২ রান করে সাজঘরে ফেরেন মেহেদী। এরপর তিনে নামা ব্যাটসম্যান ইয়াসির আলী চৌধুরীও সুবিধা করতে পারেননি। ১ রান যোগ করেই ফিরেছেন তিনি। জাকির হাসান রানের খাতা খোলার আগেই ফিরেছেন।


৫৫ রানে চার উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়া বাংলাদেশের হাল ধরেন আরিফুল এবং আল আমিন (জুনিয়র)। ৫৬ রানের জুটি গড়ে দলকে সম্মানজনক সংগ্রহ এনে দেয়ার পথে এগিয়ে দেন এই দুই ব্যাটসম্যান।


দুজনের একজনও হাফ সেঞ্চুরির ঘরে যেতে পারেননি। আল আমিন ৫৫ বলে ৪০ এবং ৭৬ বলে ৪৪ রানের ইনিংস খেলেন আরিফুল। তাদের বিদায়ের পর ব্যাট হাতে দলকে এগিয়ে নিয়েছেন মাহিদুল ইসলাম।


৭৩ বলে অপরাজিত ৫১ রানের ইনিংস খেলে দলকে ২০১ রানের পুঁজি এনে দিয়েছেন তিনি। তাঁকে দারুণ সঙ্গ দিয়েছেন রবিউল হক। ৩৮ বলে ২৯ রানের অপরাজিত ইনিংস খেলেছেন তিনি। অংকনের সঙ্গে ৭৫ রানের জুটি গড়েছেন তিনি।


ভারতের হয়ে দুটি করে উইকেট নেন আর্শদীপ সিং এবং শেঠ। একটি করে উইকেট পান শুভাং হেজ এবং জাসওয়াল।


সংক্ষিপ্ত স্কোরঃ


বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ঃ ৫০ ওভারে ২০১/৬ (অংকন ৫১*, আরিফুল ৪৪; আর্শদীপ ২/৪২, সেথ ২/৩৯)।


ভারত অনূর্ধ্ব-২৩ঃ ৪২.২ ওভারে ২০২/৬ (প্রিয়াম ১১১*, শুভাং ২১; মেহেদী ১/৩২, তানভির ১/৩৯)।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball