promotional_ad

বিশ্বকাপে ভারতের হারে দায়ী টিম ম্যানেজমেন্ট!

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


পরিকল্পনায় অস্থিতিশীলতা, দল নির্বাচনে অস্থিরতা এবং ক্রিকেটারদের অনিশ্চয়তায় রাখছে ভারত। যে কারণে বিশ্বকাপের সেমিফাইনালে হেরেছে বিরাট কোহলির দল। ভারতের সাবেক ক্রিকেটার যুবরাজ সিং এর জন্য ভারতীয় টিম ম্যানেজমেন্টকে দায়ী করেছেন।


বিশ্বকাপের আগ থেকেই চার নম্বর পজিশনের জন্য ক্রিকেটারের সন্ধানে ছিল ভারত। এই জায়গার জন্য অভিজ্ঞ অলরাউন্ডার যুবরাজকে বাদ দিয়ে সুরেশ রায়না, আম্বাতি রায়ুডু, মানিশ পান্ডের পরীক্ষা নিয়েছে দলটি। ভারতীয় নির্বাচকদের খুশি করতে পারেননি কেউই। কিন্তু বিশ্বকাপের দল ঘোষণার সময় সবাইকে চমকে দিয়ে চার নম্বরের জন্য বিজয় শঙ্করকে দলে নেয় ভারত। তরুণ উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পান্তও পালন করেছেন এই পজিশনের দায়িত্ব।


promotional_ad

ইংলিশ কন্ডিশনের কথা চিন্তা না করেই তরুণ ক্রিকেটারদের কাঁধে চার নম্বরের দায়িত্ব তুলে দেয় ভারত। যেই পজিশন থেকে পুরো টুর্নামেন্টে সর্বোচ্চ রানের ইনিংস ছিল ৪৮। যুবরাজের মতে, চার নম্বরের জন্য অভিজ্ঞ ক্রিকেটারের ওপর ভরসা না করেই ভুল করেছে ভারত।


৩০৪ ওয়ানডে খেলা যুবরাজ বলেন, 'আমি সত্যিই এই বিষয়টি বুঝিনি। অধিনায়ক, কোচ এবং নির্বাচকদের জানা উচিত ছিল চার নম্বর পজিশনটি কতটা গুরুত্বপূর্ণ, বিশেষ করে ইংল্যান্ডের কন্ডিশনে। চার নম্বরের ব্যাটসম্যানকে কৌশলগতভাবে শক্তিশালী হতে হয় এবং তাকে অনেক সুযোগ দিতে হয়।'


অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটসম্যান দীনেশ কার্তিককে দলে রাখলেও গ্রুপ পর্বে কোনো ম্যাচ খেলার সুযোগ হয়নি তাঁর। হঠাৎই সেমিফাইনালে নামিয়ে দেয়া হয় ডানহাতি এই ব্যাটসম্যানকে, ব্যর্থ হয়ে ফেরেন তিনি।


যুবরাজের মতে, ক্রিকেটারদের কাছ থেকে সেরাটা বের করে আনতে তাঁকে সুযোগ দিতে হবে। একাদশে থাকার নিশ্চয়তা দিতে হবে। যা দিতে ব্যর্থ হয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট, 'আপনি যদি কারো থেকে সেরাটা পেতে চান, আগে তাকে নিরাপদ অনুভব করাতে হবে। যখন কোনো খেলোয়াড় অনিরাপদ থাকে তখন কখনোই পারফর্ম করতে পারে না। ভারত বিশ্বকাপ না জেতার এটাই বড় কারণ।'


ভারতকে অপ্রতিরোধ্য দলে পরিণত করার পন্থা বাতলে দিয়েছেন যুবরাজ, 'প্রধান নির্বাচকের সঙ্গে টিম ম্যানেজমেন্টের বসতে হবে এবং সিদ্ধান্ত নিতে হবে প্রথমে ছেলেদের নিরাপদ অনুভব করানোর। হারলে সমস্যা নেই, এই মনোভাব নিয়ে দল সাজাতে হবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball