কোহলিকে ছাড়িয়ে গেলেন বাবর আজম

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ১১৫ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেছেন পাকিস্তানের টপ অর্ডার ব্যাটসম্যান বাবর আজম। এই ইনিংস দিয়ে ভারতের অধিনায়ক বিরাট কোহলিকে টপকে গেছেন ২৪ বছর বয়সী ডানহাতি এই ব্যাটসম্যান।
তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে দ্রুততম ১১ সেঞ্চুরির রেকর্ড গড়েন বাবর। ১১ সেঞ্চুরি পেতে কোহলিকে খেলতে হয়েছে ৮২টি ইনিংস। যেখানে মাত্র ৭১ ইনিংসেই এই রেকর্ডে নাম লেখালেন বাবর আজম।

ওয়ানডেতে দ্রুততম ১১ সেঞ্চুরি করা ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে আছেন দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান হাশিম আমলা। ৬৪ ইনিংসে এই মাইলফলক স্পর্শ করেন তিনি। দুই নম্বরে আছেন আরেক প্রোটিয়া কুইন্টন ডি কক। ১১ সেঞ্চুরি পেতে তাঁকে খেলতে হয়েছে ৬৫ ইনিংস।
পাকিস্তানের হয়ে এক পঞ্জিকা বর্ষে দ্রুততম এক হাজার ওয়ানডে রানের রেকর্ডটিও বাবর আজমের। মাত্র ১৯ ইনিংসে এই রান করেন তিনি। এ বছর এখন পর্যন্ত ২টি সেঞ্চুরি এবং ৭টি হাফ সেঞ্চুরি করেছেন এই ডানহাতি।
দেশের হয়ে ২১টি টেস্ট এবং ৭৩টি ওয়ানডে খেলেছেন বাবর। টেস্টে একটি সেঞ্চুরি এবং ১১টি হাফ সেঞ্চুরিসহ এক হাজার ২৩৫ রান করছেন তিনি। ১১টি সেঞ্চুরি এবং ১৫টি হাফ সেঞ্চুরিতে ওয়ানডেতে ৩ হাজার ৩২৮ রানের মালিক তরুণ এই ব্যাটসম্যান। এ ছাড়া ৩০টি টি-টোয়েন্টিতে তাঁর সংগ্রহ এক হাজার ২৪৭ রান। যেখানে ১০টি হাফ সেঞ্চুরি রয়েছে তাঁর নামের পাশে।