নির্ঘুম রাত কাটছে বাংলাদেশের ক্রিকেটারদের

ছবি: ছবি- বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
পাকিস্তান সফর নিয়ে ক্রিকেটারদের এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছে ক্রিকেটাররা, যা তাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে।
জানুয়ারির শেষ দিকে দুই ম্যাচের টেস্ট এবং তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তানে যাওয়ার কথা বাংলাদেশের। সফরের সময় ঘনিয়ে এলেও এখনও সিরিজ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি দুই দেশের ক্রিকেট বোর্ড।
শনিবার (১১ জানুয়ারি) বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, বোর্ড পরিচালকরা পাকিস্তান সফরের সিদ্ধান্ত নেয়ার আগে সবকিছু নিয়ে আলোচনা করবেন। পাকিস্তানে শুধুমাত্র টি-টোয়েন্টি খেলতে রাজি বিসিবি। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) টেস্ট সিরিজটিও ঘরের মাঠে আয়োজন করতে চায়।

পিসিবির পক্ষ থেকে প্রস্তাব দেয়া হয়েছে আগে টেস্ট সিরিজটি খেলার। দীর্ঘদিনের জন্য পাকিস্তানে থাকতে চায় না বাংলাদেশ। যে কারণে আগে টেস্ট সিরিজ খেলার প্রস্তাব দেয় পিসিবি।
পাকিস্তান সফরে যাওয়ার বিষয়ে অনিচ্ছা প্রকাশ করেছেন বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার মুশফিকুর রহিম। বাকি সবাই রাজি আছে সফরে যাওয়ার ব্যাপারে। কিন্তু এখনও সিদ্ধান্ত নিতে পারছে না দুই বোর্ড। যার প্রভাব পড়ছে ক্রিকেটারদের ওপর।
শুধু ক্রিকেটার না, তাদের পরিবারও রয়েছে দুশ্চিন্তায়। নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্রিকেটার বলেন, ‘আমরা পাকিস্তান সফর নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছি। এখন বিষয়টি বিরক্তিতে পরিণত হয়েছে, কারণ আমাদের কিছু প্রস্তুতিরও ব্যাপার আছে। আমরাই যেখানে বিভ্রান্ত আছি, আমাদের পরিবার তো অন্ধকারে আছে।’
‘যুদ্ধ-বিধ্বস্ত দেশ হিসেবে পাকিস্তানের কথা চিন্তা করে তারা আরও বেশি দুশ্চিন্তায় রয়েছে। এটা ভালো হতো যদি আমরা শিগগিরই একটি পরিষ্কার চিত্র পেতাম। যা আমাদের সব অনিশ্চয়তাকে দূর করে দিতো এবং আমরা সফর নিয়ে পরিকল্পনা সাজাতে পারতাম।’ যোগ করেন তিনি।
বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস শনিবার জানিয়েছেন, তাঁরা সময়ের ব্যাপারে অবগত আছেন। ১২ জানুয়ারি বোর্ড মিটিংয়ে নেয়া হবে এই সিদ্ধান্ত।
জালাল ইউনুস বলেন, ‘আমরা কাল পাকিস্তান সিরিজ নিয়ে আলাপ আলোচনা করবো। এখান থেকে প্রস্তাব গেছে। আবার ওইখান থেকেও অনেক রকম প্রস্তাব এসেছে। আমাদের চিন্তা ভাবনা হচ্ছে আমরা যতো কম সময় খেলে সেখান থেকে আসতে পারি। আমর চেয়েছিলাম ৩টি টি-টোয়েন্টি খেলে পরে টেস্টগুলো খেলতে। সেটা নিয়েও তারা রাজি হচ্ছে না।
‘বলছে প্রথমে টেস্ট এরপর টি-টোয়েন্টি খেলো। এই ধরনেরও প্রস্তাব আসছে। এখনও কোনো কিছু সিদ্ধান্ত নিইনি। বোর্ড সভাপতিসহ কাল বোর্ড মিটিংয়ে সব অপশন নিয়ে আলাপ-আলোচনা হবে। সেখান থেকে যেটা ভালো উপায় থাকে, সেটাই পিসিবিকে জানাবো।’ যোগ করেন বিসিবি এই কর্মকর্তা।