সতীর্থদের সাহস যোগাচ্ছেন শান্ত

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
নিরাপত্তা ইস্যুর কারণে বহুদিন ঝুলে ছিল বাংলাদেশের পাকিস্তান সফর। নিচ্ছিদ্র নিরাপত্তা পাওয়ার আশ্বাস পেয়ে অবশেষে চূড়ান্ত হয়েছে বহু চর্চিত পাকিস্তান সফরটি। তবু এখনও পাকিস্তান নিয়ে ভীতি কাজ করছে অনেকের মনেই। তবে নাজমুল হোসেন শান্ত মনে করছেন, পাকিস্তানে নিরাপত্তা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই।
ইমার্জিং এশিয়া কাপ খেলতে ২০১৮ সালে পাকিস্তানে যায় বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। সেই সফরে দলের সঙ্গে ছিলেন শান্ত। সে সময় পাকিস্তানে কোনো ধরনের বিপাকে পড়তে হয়নি বাংলাদেশকে। সুরক্ষিতভাবেই দেশে ফেরেন নুরুল হাসান সোহান-শান্তরা।

পাকিস্তান সফরের সেই অভিজ্ঞতা থেকে বাকিদের সাহস দিয়ে শান্ত বলেন, ‘ওখানে পরিবেশ সবসময় অনেক ভালো ছিল। আমরা যখন গিয়েছিলাম, খুব বেশি আমাদের ও রকম সমস্যা হয়নি। তাই এগুলো নিয়ে আসলে চিন্তা করছি না। পেশাদার ক্রিকেটার হিসেবে খেলাটাকেই ফোকাস করছি।’
‘যেহেতু এগুলো আমাদের হাতে নেই, এগুলো নিয়ে চিন্তা করছি না। একবারও ভাবিনি। যেহেতু আমি গিয়েছি সেখানে, তো এগুলো নিয়ে একদমই চিন্তা করছি না। ম্যাচ ফোকাস করছি।’ যোগ করেন তিনি।
তিনভাগে পাকিস্তানে যাবে বাংলাদেশ দল। প্রথমে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে দেশে ফিরবে তারা। এরপর দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি খেলতে দ্বিতীয় দফায় পাকিস্তানে যাবে বাংলাদেশ। তৃতীয় দফায় দ্বিতীয় টেস্ট ম্যাচের আগে একটি ওয়ানডে ম্যাচ খেলবে দুই দল।