আবেগঘন ফাইনাল নিয়ে অভিযোগ নেই উইলিয়ামসনের

ছবি: ছবিঃ- আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ড বিশ্বকাপের তুমুল উত্তেজনার ফাইনাল ম্যাচটি এখনও মনে দাগ কেটে আছে কেন উইলিয়ামসনের। শিরোপার খুব কাছে গিয়েও স্বাগতিকদের বিপক্ষে তা হারানোয় এখনও কষ্ট পান তিনি। অনেক আবেগ কাজ করলেও অভিযোগ নেই নিউজিল্যান্ড দলপতির।
সম্প্রতি উইলিয়ামসন বলেছেন, 'এটি অনেক আবেগঘন একটি সময় ছিল। আপনাকে পথ চলতে হবে এটা জানার পরেও যে আপনার হাতে কিছু নেই এবং ক্রিকেটে মাঠে যা ঘটে এতে আপনার আবেগ নিয়ন্ত্রণ করতে হবে।

আমি মনে করি আমাদের খুব বেশি অভিযোগ নেই এবং আমাদের জয়ের সামর্থ্য ছিল। খেলার ভাগ্য কয়েকটি বিষয়ের উপর নির্ভর করছিলো। তবে অন্য কিছু বিষয়ের কারণে হাতছাড়া হয়ে গেছে।'
২০১৯ সালের বিশ্বকাপ ফাইনালে আগে ব্যাটিং করে ২৪১ রান করে কিউইরা। জবাবে ইংল্যান্ডও করে বরাবর ২৪১ রান।
এরপর সুপার ওভারেও দুই দল সমান ১৫ রান ???রে করলে সর্বোচ্চ বাউন্ডারি সংখ্যা বিবেচনায় জয়ী ঘোষণা করা হয় ইংল্যান্ডকে। এই ম্যাচের পর স্বাভাবিক জীবনে ফিরতেও কষ্ট হয়েছে নিউজিল্যান্ডের ক্রিকেটারদের।
উইলিয়ামসন আরও বলেন, 'ম্যাচটির পর স্বাভাবিক জীবনে ফেরা কঠিন ছিল, তবে আমরা যেভাবে সব সামলে নিয়েছি এবং পুরো টুর্নামেন্টে যেভাবে খেলেছি তা দারুণ ছিল। আমরা জানি লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে ২৩০-২৪০ অনেক প্রতিযোগিতামূলক হয়।
আমরা জানতাম আমাদের করণীয় কী এবং আমরা একটি প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ লক্ষ্য দিয়েছিলাম। বল হাতে আমরা উইকেট নিয়েছি এবং যেভাবে চাপ সৃষ্টি করেছি সেটা সন্তোষজনক ছিল।'