বিপিএল খেলতে আগ্রহী উইলিয়ামসন

ছবি: ছবিঃ- আইসিসি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
সময় বের করতে পারলে অবশ্যই বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে চান কেন উইলিয়ামসন। তামিম ইকবালের লাইভে এমনটা বলেছেন নিউজিল্যান্ডের অধিনায়ক।
করোনার এই লকডাউনে নিয়মিতই দেশি-বিদেশি তারকা ক্রিকেটার নিয়ে লাইভে হাজির হচ্ছেন তামিম ইকবাল। বৃহস্পতিবার তিনি আড্ডা দেন উইলিয়ামসনের সঙ্গে।

সেখানে বিপিএল প্রসঙ্গ ওঠার পর উইলিয়ামসন বলেন, 'আমি খুবই আগ্রহী। সময় বের করতে পারলে অবশ্যই চাইব বিপিএল খেলতে। এখানে দারুণ প্রতিযোগিতা হয়। অনেক ভালো কিছু বিষয় আছে এই টুর্নামেন্টের। দেখা যাক কী হয়।'
এর আগে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসিকেও বিপিএল খেলতে আমন্ত্রন জানিয়েছিলেন নব্য ওয়ানডে অধিনায়ক তামিম। ইতিবাচক সাড়া দেন ডু প্লেসিও।
তামিম প্রথমে বলেন, 'বিপিএল দুর্দান্ত আসর, পরিবেশ খুবই চমৎকার থাকে। তোমাকে কিন্তু কথা দিতে হবে, এবার বিপিএলে আসবে এবং অবশ্যই আমার দলে খেলবে। খুব ভাল টুর্নামেন্ট, তুমি উপভোগ করবে।'
জবাবে ডু প্লেসি বলেন, 'তোমাকে আগেও বলেছি, আমি অবশ্যই বিপিএল খেলতে আসব। তবে এখানে আলাপ করার উপযুক্ত জায়গা কিনা বুঝতে পারছি না, তবে বিপিএল খেলতে আমার ভালো লাগবে।'