অবৈধ মাদক বহন করে গ্রেপ্তার লঙ্কান ক্রিকেটার

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ওয়ানডে অভিষেকেই হ্যাটট্রিক উইকেট শিকারি পেসার শিহান মাদুশঙ্কা মাদক বহনের দায়ে গ্রেপ্তার হয়েছেন। লঙ্কান এই ক্রিকেটারকে নিষিদ্ধ মাদক হেরোইন সঙ্গে রাখা এবং লকডাউন ভেঙে বের হওয়ায় আটক করেছে পানালা পুলিশ।
স্থানীয় ম্যাজিস্ট্রেট তাঁকে দুই সপ্তাহের পুলিশ রিমান্ডে পাঠিয়েছেন। শ্রীলঙ্কান সংবাদমাধ্যম জানিয়েছে, করোনা পরিস্থিতির জন্য শ্রীলঙ্কায় চলছে লকডাউন।

সেই লকডাউন ভেঙেই মাদুশঙ্কা এক ব্যক্তিকে নিয়ে গাড়ি চালাচ্ছিলেন। পুলিশ তার অনুমতি পত্র পরীক্ষা করার সময় দুই গ্রাম হেরোইনসহ তাকে আটক করে স্থানীয় পুলিশ।
মাদুশঙ্কার জাতীয় দলে আসার পেছনে বড় অবদান ছিল বাংলাদেশের সাবেক কোচ চান্ডিকা হাথুরুসিংহে। ২০১৮ সালে বাংলাদেশের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে দারুণ চমক দেখিয়ে মাদুশঙ্কার অভিষেক করিয়েছিল লঙ্কানরা।
তার অভিষেক হয় একেবারে ফাইনালে এসে। অভিষেকেই হ্যাটট্রিক উইকেট শিকার করেন তিনি। এমন শুরুর পরও ইনজুরি আর ফর্মের কারণে জাতীয় দল থেকে এখন ব্রাত্যই তিনি।