promotional_ad

টি-টোয়েন্টি বিশ্বকাপের বিকল্প ভেন্যু নিউজিল্যান্ড?

ফাইল ফটো
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


করোনা ভাইরাসের প্রকোপের কারণে অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে সংশয় শুরু হয়েছে। অস্ট্রেলিয়ার মাটিতে না হলে নিউজিল্যান্ডে টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার সম্ভাবনা দেখছেন  জনপ্রিয় ধারাভাষ্যকার ডিন জোন্স।


অস্ট্রেলিয়ায় অবশ্য করোনার প্রকোপ কমে এসেছে। তবে একেবারেই করোনামুক্ত হয়নি দেশটি। অপরদিকে নিউজিল্যান্ডে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে সরকারের।


promotional_ad

শেষ ১৩ দিনে নতুন কোনো রোগী পাওয়া যায়নি দেশটিতে। এই মুহূর্তে আক্রান্ত আছেন মাত্র একজন। হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। সেই রোগী সুস্থ হলে আর কেউই করোনা সংক্রমিত থাকবে না নিউজিল্যান্ডে।


এই অবস্থায় গত সোমবার নিউজিল্যান্ডের মন্ত্রিসভায় জনসমাগমের ওপর যে যে বিষয়ে নিষেধাজ্ঞা ছিল, সেটা তুলে নেয়ার প্রস্তাব দেয়া হচ্ছে।


নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডেন বলেন, ‘যদি এবং কেবল যদি, সামনের দিনগুলোতে আর কোনো অপ্রত্যাশিত ঘটনা না ঘটে।’


এই সূত্র ধরে অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার জোন্স টুইট করেন, ‘জেসিন্ডা আরডেন বলেছে, আগামী সপ্তাহেই নিউজিল্যান্ড লেভেল ওয়ানে ফিরে যাবে। এটার অর্থ সামাজিক দূরত্ব এবং জনসমাগমের ওপর নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে। টি-টোয়েন্টি বিশ্বকাপ তবে সেখানেই হতে পারে?’


কিছুদিন আগে অনালাইনে আইসিসির সভা অনুষ্ঠিত হয়। টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে সেখানে কিছুই জানানো হয়নি। আগামী ১৮ অক্টোবর অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার কথা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball