promotional_ad

জুলাইয়ে শ্রীলঙ্কা যেতে আগ্রহী নন সিনিয়র ক্রিকেটাররা

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


জুলাইয়ে বাংলাদেশের শ্রীলংকা সফর নিয়ে অনিশ্চয়তা বেড়েই চলেছে। কারণ দলের কয়েকজন সিনিয়র ক্রিকেটার এ সময়ে সফরে যেতে আগ্রহ প্রকাশ করেননি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান ক্রিকবাজকে এই তথ্য দিয়েছেন।


করোনাভাইরাস প্রাদুর্ভাবে থমকে আছে পুরো বিশ্ব। এমন অবস্থায় শ্রীলংকায় করোনা আক্রান্তের সংখ্যা খুবই কম। তাই দেশটির ক্রিকেট বোর্ড বাংলাদেশের বিপক্ষে সিরিজ আয়োজনের ব্যাপারে আশাবাদী। যে কারণে বিসিবির সঙ্গে নিয়মিত আলাপ আলোচনা হচ্ছে এসএলসির।


promotional_ad

এমন অবস্থায় ক্রিকেটাররা ভিডিও কনফারেন্সে বিসিবি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক দলের এক সিনিয়র ক্রিকেটার বলেছেন, 'বর্তমান পরিস্থিতি বিবেচনায় কিভাবে শ্রীলংকা সফরে যাব? যদি শরীরে ভাইরাসের সংক্রমণ তখন কি দেশে ফেরা সম্ভব? তখন আমার পরিবারের ক্ষতি হলে? এসব কিছু পাশে রেখে কিভাবে ক্রিকেট খেলা সম্ভব?' 


এই বিষয়ে আকরাম খান বলেন, 'হ্যাঁ, আমরা বেশ কায়কজন ক্রিাকটারের সাল কথা বলেছি। কি্ু তারা কোন রকমের আগ্রহ দেখায়নি শ্রীলঙ্কা সফর যেতে)। আমি মনে করি নির্ধারিত সূচি অনুযায়ী শ্রীলঙ্কা সফর হবার সম্ভাবনা খুবই ক্ষীণ।'


শ্রীলঙ্কাও চাইছে জুলাইয়ের পরিবর্তে সেপ্টেম্বরে সিরিজটি আয়োজন করতে। তবে সে সময় তিন টেস্টের পরিবর্তে হতে পারে দুটি টেস্ট। একই সঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগ (এসএলপিএল) আয়োজনের কথা ভাবছে এসএলসি। মূলত জুলাই মাসেই এই লিগ আয়োজন করতে আগ্রহী দেশটির ক্রিকেট বোর্ড। 


এই ব্যাপারে আকরাম খান বলেন, 'যেখানে শ্রীলঙ্কা মাঠের ক্রিকেট ফেরানোর কথা ভাবছে আমরা সেখানে নিজেদের আঙ্গিনায় ক্রিকেটারদের অনুশীলনেও ফেরাতে পারিনি। পরিস্থিতি কাব নাগাদ স্বাভাহিক হাব তাও আমি জানি না।' 


'আমরা পর্যাপ্ত প্রস্তুতি না নিয়ে সেখানে তা পারি না, কারণ এটা তিন ম্যাচের টেস্ট সিরিজ। ক্রিকেটাররা ক্রিকেট খেলায় বাইরে লম্বা সময় ধরে। ক্রিকেট মাচ খেলার জন্য তাদের অন্তত ৪০ দিন প্রয়োজন, ১ মাসের স্কিল ট্রেনিং ও ১০ দিনের ফিটনেস ক্যাম্প। তাই সন্গত কারণেই এখন লঙ্কা সফর নিয়ে আমরা কিছু বলতে পারছি না।' আরও যোগ করেন তিনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball