সাঙ্গাকারাকে আইসিসিতে দেখতে চায় শ্রীলঙ্কা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
১৫ বছর বিশ্ব ক্রিকেটে রাজত্ব করে গেছেন লঙ্কান কিংবদন্তী কুমারা সাঙ্গাকারা। ওয়ানডে এবং টেস্টে শ্রীলঙ্কার হয়ে সর্বাধিক রান সংগ্রাহক তিনি। এ ছাড়া তিন ফরম্যাট মিলিয়ে বিশ্ব ক্রিকেটের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক সাঙ্গাকারা।
ক্রিকেট ক্যারিয়ার শেষেও বিভিন্ন কর্মকান্ডে নিজেকে জড়িয়ে রেখেছেন তিনি। ২০১৯ সালে এমসিসির প্রথম নন ব্রিটিশ সভাপতি নির্বাচিত হয়েছেন সাঙ্গাকারা। এবার তাকে আইসিসির বড় কোনো পদে চাইছে শ্রীলঙ্কা ক্রিকেট।

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সাধারণ সম্পাদক মোহন ডি সিলভা মনে করেন, শ্রীলঙ্কানদের মধ্যে সাঙ্গাকারাই এর যোগ্য দাবিদার। আর এজন্য সাঙ্গাকারাকে সর্বোচ্চ সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি।
লঙ্কান সংবাদ মাধ্যম সিলন টুডেতে মোহন বলেন, ‘আমরা সাঙ্গাকারার এমসিসি’র চেয়ারম্যান পদের শেষ হওয়ার অপেক্ষায় আছি। আর এটি শেষ হলে আমরা তাঁর অভিজ্ঞতা শ্রীলঙ্কা ক্রিকেটে ব্যবহার করতে পরিকল্পনা করছি। শুধু শ্রীলঙ্কা নয়, আমরা তাকে আইসিসির বড় পদেও দেখতে চাই।’
আইসিসি সভাপতি হওয়ার জন্যও সাঙ্গাকারা দাবিদার বলে মনে করেন লঙ্কান ক্রিকেট বোর্ডের এই সাধারণ সম্পাদক, ‘অবশ্যই, সেটা হওয়ার সম্ভাবনাই খুব বেশি। বেশ অনেক বছর ধরেই শ্রীলঙ্কা থেকে কেউ আইসিসির চেয়ারম্যান পদে আসীন হতে পারেনি। আর সাঙ্গা আমাদের সবচেয়ে যোগ্যতর প্রার্থী।’
সাঙ্গাকারাকে বোর্ড নির্বাচিত করলে, অন্য বোর্ডগুলোর সমর্থন আদায় করবে এসএলসি, এমনটাই জানিয়েছেন মোহন। তিনি বলেন, ‘আমরা একবার যদি তাকে নির্বাচিত করে ফেলি সে পদের জন্য। তবে আমরা অন্যান্য বোর্ডের সমর্থন আদায়ের জন্যও চেষ্টা চালিয়ে যাবো।’