আগস্টে শ্রীলংকা সফরে যেতে রাজি ভারত

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
এ বছরের আগস্টে আন্তর্জাতিক ক্রিকেট মাঠে ফিরতে যাচ্ছে শ্রীলংকায়। সেই সময় সফর করতে রাজি হয়ে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছে শ্রীলংকার দৈনিক দ্যা আইল্যান্ড।
দুই দেশের সরকারের সম্মতির ওপর ভিত্তি করে অনুষ্ঠিত হবে সিরিজটি। শীঘ্রই ক্রীড়া মন্ত্রনালয়ের অধীনে সিরিজ আয়োজনের জন্য আবেদন করবে শ্রীলংকান ক্রিকেট বোর্ড (এসএলসি)।
এ বছরের জুনে শ্রীলংকা সফরে যাওয়ার কথা ছিল ভারতের। কিন্তু করোনাভাইরাসের প্রাদুর্ভাবে তিন টেস্ট এবং তিন টি-টোয়েন্টি ম্যাচের সিরিজটি যথাসময়ে হয়নি।

সরকারের নির্দেশনা পেলেই নতুন সূচি তৈরি করবে এসএলসি। তবে এই সিরিজে মাঠে দর্শক প্রবেশের অনুমতি মিলতে পারে। তা অবশ্য সীমিত আকারে। সামাজিক দূরত্ব বজায় রেখে মাঠে বসে খেলা দেখতে দেয়া হবে দর্শকদের।
এসএলসির এক মুখপাত্র বলেন, 'সিরিজটি রুদ্ধধার নাও হতে পারে। আমাদের পরিকল্পনা আছে ম্যাচ ভেন্যতে ৩০-৪০ শতাংশ দর্শক প্রবেশের অনুমুতি দেয়ার। তবে সে জন্য বেঁধে দেয়া হবে কিছু নিয়মাবলী।'
'নিজেদের মধ্যে এক মিটার দূরত্ব বজায় রেখে মাঠে বসে খেলা উপভোগ করতে পারবে এমন আলাপ-আলোচনা চলছে। যদিও স্বাস্থ্য মন্ত্রনালয়ের চূড়ান্ত সিদ্ধান্তের উপর নির্ভর করবে সব। তারা যে নির্দেশ দিবে আমরা সেটাই মেনে চলবো। আপাতত আলোচনার পর্যায়ে আছে বিষয়টি।' তিনি আরও যোগ করেন।
করোনা পরিস্থিতির মাঝেই স্বাস্থ্যবিধি মেনে অনুশীলন শুরু করেছে শ্রীলংকা। ভারতের করোনা পরিস্থিতি হাতের নাগালে না হওয়ার এখনও মাঠে ফিরতে পারেননি বিরাট কোহলিরা।
বিসিসিআই অবশ্য আগস্টের শেষে দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার পরিকল্পনা করছে।প্রোটিয়া কন্ডিশনে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকার বোর্ডের সঙ্গে আলাপ আলোচনা চলছে ভারতীয় বোর্ডের।