টি-টোয়েন্টিকে 'ইনস্ট্যান্ট নুডলস' বললেন রানাতুঙ্গা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
এ সময়কার ব্যাটসম্যানদের আরও আক্রমণাত্মক করে তোলার জন্য সীমিত ওভারের ক্রিকেটকে কৃতিত্ব দিয়েছেন অর্জুনা রানাতুঙ্গা। তবে শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী এই অধিনায়ক অধিনায়ক মনে করছেন, টি-টোয়েন্টি ফরম্যাট ক্ষুধা মেটালেও টেস্টের মতো তৃপ্তি দিতে পারে না।
প্রায়ই শোনা যায়, টি-টোয়েন্টি ফরম্যাট আসার পর টেস্টের প্রতি দর্শক এবং খেলোয়াড়দের আগ্রহ হারিয়ে ফেলছেন। তাই তো টেস্টের জনপ্রিয়তা ফেরাতে আইসিসিও নিয়েছে নানা উদ্যোগ। গোলাপি বলে দিবারাত্রির ম্যাচ ও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সেসবেরই অংশ।

৫৬ বছর বয়সী লঙ্কান ক্রিকেটের সবচেয়ে বড় তারকা রানাতুঙ্গা অবশ্য এখনও মজে আছেন টেস্ট ক্রিকেটের প্রেমে। সাবেক এই বাঁহাতি ব্যাটসম্যানের মতে, টেস্ট ক্রিকেট মায়ের হাতের রান্নার মতো। আর টি-টোয়েন্টি হচ্ছে ইনস্ট্যান্ট নুডুলস।
বৃ??স্পতিবার আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি’র কাছে তিনি বলেন, ‘টেস্ট ক্রিকেট হলো মায়ের হাতে তৈরি খাবারের মতো। প্রচুর ভালবাসা, যত্ন এবং ধৈর্যসহ তৈরি করা হয়। পুষ্টিকর খাবার। অন্যদিকে, টি-টোয়েন্টি হলো ইনস্ট্যান্ট নুডুলসের মতো।’
১৯৯৬ সালের বিশ্বকাপে রানাতুঙ্গার হাত ধরেই প্রথম বিশ্বকাপ জয়ের স্বাদ পায় শ্রীলংকা। তার আন্তর্জাতিক ক্যারিয়ার ছিল দেড় যুগ দীর্ঘ। ১৯৮২ থেকে ২০০০ সালের মধ্যে ৯৩ টেস্ট ও ২৬৯ ওয়ানডে খেলেছিলেন এই লঙ্কান। দুই ফরম্যাটেই ৩৫ ঊর্ধ্ব গড় ছিল বাঁহাতি এই ব্যাটসম্যানের।
লঙ্কান এই ব্যাটসম্যান আরও মনে করেন, টেস্টের মধ্যে টি-টোয়েন্টির মানসিকতা ধুকে গেছে ব্যাটসম্যানদের মাঝে। কারণ লঙ্গার ভার্সনে অতীতের তুলনায় এখন ব্যাটসম্যানরা বোলারদের উপর চড়াও হয়ে খেলেন।
রানাতুঙ্গা আরও বলেন, ‘দশ বছর বা তারও আগে টেস্ট ম্যাচে মারার জন্য পুরোপুরি আলগা বলের অপেক্ষায় থাকত ব্যাটসম্যানরা। কিন্তু এখন মাঝারি মানের ডেলিভারিতেও তারা শট খেলে থাকে।’