খুলে গেল সাঙ্গাকারার রেস্তোরাও

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
করোনার প্রভাব কাটতে শুরু করেছে শ্রীলংকায়। ইতোমধ্যেই অনুশীলনে নেমে পড়েছেন লঙ্কান ক্রিকেটাররা। ধীরে ধীরে পরিস্থিতি ফিরতে শুরু করেছে স্বাভাবিকরূপে। এরই ধারাবাহিকতায় বুধবার (১০ জুন) নিজের রেস্তোরা খুলে দিলেন সাবেক লঙ্কান অধিনায়ক এবং মেরিলিবোর ক্রিকেট ক্লাবের চেয়ারম্যান কুমার সাঙ্গাকারা।
স্থানীয় একটি সংবাদমাধ্যমের এক সংবাদকর্মী নিজের ফেসবুক আইডিতে সাঙ্গাকারার রেস্তোরা খোলার ছবিটি প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেছেন।

পোস্টটিতে বলা হয়, 'গ্রান্ড হোটেল, নাওয়ারা এলিয়া বুধবার থেকে পুনরায় চালু হয়েছে। খুলে দেবার সময় সাবেক শ্রীলংকার অধিনায়ক কুমার সাঙ্গাকারা তাঁর পরিবার সমেত উপস্থিত ছিলেন। শেফরা ইতোমধ্যেই শ্রীলংকার ঐতিহ্য বজায় রেখে কাজ আরম্ভ করেছেন।'
এতে স্পষ্ট বুঝা যাচ্ছে করোনা পরিস্থিতি কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছে শ্রীলংকা। তবে এখনই আন্তর্জাতিক ক্রিকেটের বিষয়ে কোন সিদ্ধান্তে আস্তে পারেনি দেশটির ক্রিকেট বোর্ড এসএলসি।
গতকাল তাঁরা এক বার্তায় স্থগিত করে দিয়েছে আসন্ন ভারত সিরিজটি। অথচ তাঁর আগের দিনই লঙ্কান গণমাধ্যমের বরাত দিয়ে ভারতের সংবাদমাধ্যমে ফলাও করে প্রচার করা হয়েছিল আগস্টেই শ্রীলংকায় ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে রাজি হয়েছে ভারত। একই সঙ্গে স্থগিত রয়েছে বাংলাদেশের সাথের সিরিজটির ভাগ্যও।