টেস্ট ক্রিকেট অর্থ উপার্জনের উৎস নয়ঃ সাঙ্গাকারা

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
টেস্ট ক্রিকেটকে আয়ের উৎস হিসেবে দেখতে নারাজ শ্রীলঙ্কার কিংবদন্তী ক্রিকেটার কুমার সাঙ্গাকারা। এই ফরম্যাট থেকে আর্থিক সুবিধা পাওয়ার চিন্তা করা উচিত নয় ক্রিকেটারদের বলে অভিমত তাঁর।
টি-টোয়েন্টি ফরম্যাটের উদ্ভব হওয়ার পর থেকেই টাকার খেলায় পরিণত হয়েছে ক্রিকেট। বাণিজ্যিক স্বার্থসিদ্ধির একটি মাধ্যম হিসেবেই এখন দেখা হচ্ছে খেলাটিকে। কিন্তু টেস্ট ক্রিকেট থেকে অর্থ প্রাপ্তির চিন্তা করা বোকামি ছাড়া কিছুই নয় বলে বিশ্বাস করেন সাঙ্গাকারা।

সম্প্রতি স্কাই স্পোর্টস ক্রিকেটের ইউটিউব চ্যানেলে লঙ্কান কিংবদন্তী বলেছেন, ‘যদি আপনি টেস্ট ক্রিকেটকে নিশ্চিত আয়ের উৎস ভাবতে চান, তবে তো হবে না। একে অর্থনৈতিকভাবে চিন্তা করা ঠিক না।যদি আপনি টেস্ট ক্রিকেটকে আমেরিকান কিংবা এমন কারও কাছে বিপনন করার চেষ্টা করেন, যারা কিনা খেলাটার সঙ্গে যুক্তই নয়। তবে তো এর কোনো মানে হয় না।'
টেস্ট ক্রিকেটের ব্যাপারে নিজেদের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আনার পক্ষে মত দিয়েছেন সাঙ্গাকারা। তাঁর ভাষায়, 'টেস্ট ক্রিকেট নিয়ে তাদের ধারণা বদলানোর চেষ্টা না করে, আমরা টেস্টকে কিভাবে দেখি সেই দৃষ্টিভঙ্গির পরিবর্তন দরকার। সবাই তো অ্যাশেজের মতো গ্যালারিভর্তি দর্শকের সিরিজ পাবে না।’
একই সঙ্গে টেস্ট ক্রিকেটকে বাঁচানোর জন্য একটি উপায়ও বাতলে দিয়েছেন শ্রীলঙ্কার সাবেক এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। প্রতিদ্বন্দ্বীতা বাড়ানোর মাধ্যমেই এটি সম্ভব বলে মনে করেন তিনি। সাঙ্গাকারা বলেন,‘কিভাবে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলা যায়, সেটা নিয়ে কথা বলুন। অবশ্য আফগানিস্তান, জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডকে নিয়ে কী বলবেন। বাংলাদেশ যদিও এখন উন্নতির পথে আছে, তবে সেটাও শুধু সীমিত ওভারের ক্রিকেটে। তাহলে আমাদের কি করা উচিত? আমরা কি এই ব্যাপারটা ভুলে থাকব? দুই স্তরের টেস্ট ক্রিকেট, টেস্ট চ্যাম্পিয়নশিপ, যা দরকার হয় তাই করতে হবে। তবে এগুলো কাজ না করলেও এটাকে বাঁচিয়ে রাখতে হবে। প্রয়োজনে টাকা খরচ করতে হবে।’