promotional_ad

করোনা পরবর্তী যুগের সেরা দল হতে চায় শ্রীলংকা

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


করোনা পরবর্তী যুগের সেরা দল হতে চায় শ্রীলংকা। দেশটির করোনা পরিস্থিতি হাতের নাগালে থাকায় এ মাস থেকে অনুশীলন শুরু করেছে দলটি। ২২জুন শুরু হবে দ্বিতীয় ভাগের অনুশীলন ক্যাম্প। 


১০ দিন পর্যন্ত চলবে ক্রিকেটারদের এই ক্যাম্প। বৃহস্পতিবার শ্রীলংকা ক্রিকেট এক বিজ্ঞপতিতে বিষয়টি জানিয়েছে। অনুশীলন ক্যাম্পের জন্য ২৪ জনের নাম ঘোষণা করেছে শ্রীলংকান ক্রিকেট বোর্ড (এসএলসি)। 


promotional_ad

যেখানে নাম নেই টি-টোয়েন্টি অধিনায়ক লাসিথ মালিঙ্গার। ক্যান্ডিতে শুরু হতে যাওয়া এই অনুশীলনের দলের সঙ্গে থাকবেন ৬জন কোচিং স্টাফ। পালেকেল্লে ক্রিকেট স্টেডিয়ামে চলব??? এই ক্যাম্প।


সরকারের বেঁধে দেয়া স্বাস্থ্যবিধি এবং নিয়ম মেনেই চলবে এই ক্যাম্প। বিজ্ঞপ্তিতে বলা হয়, '১০দিনের এই ট্রেনিং ক্যাম্পে মোট ২৪জন ক্রিকেটার অংশ নেবে। পালেকেল্লে ক্রিকেট স্টেডিয়ামে চলবে এই অনুশীলন।' 


কোচ মিকি আর্থার বলেন, 'আমাদের এরপরের ক্যাম্পটির উদ্দেশ্য হলো কভিড-১৯ পরবর্তী যুগের সেরা দল হিসেবে নিজেদের প্রস্তুত করা। একই সঙ্গে যেকোনো সময় যেন আমরা খেলতে পারি সেভাবে নিজেদের মানিয়ে নেয়া।' 


ক্যাম্পের ২৪ সদস্যের দলঃ দিমুথ করুণারত্নে, দীনেশ চান্দিমাল, লাহিরু থিরিমান্নে, অ্যাঞ্জেলো ম্যাথুজ, থিসারা পেরেরা, দানুশকা গুণাথিলাকা, কুশল পেরেরা, দিলরুয়ান পেরেরা, সুরঙ্গা লাকমল, ধনঞ্জায় ডি সিলভা, নিরোশান, দাশুন শানাকা, বিশ্ব ফার্নান্ডো, কাসুন রাজিথা, লাহিরু কুমারা, নুয়ান প্রদীপ, ইসুরু উদানা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, লক্ষণ সান্দাকান, লাসিথ এম্বুলডেনিয়া, ওশাদা ফার্নান্ডো, অবিশকা ফার্নান্ডো, কুশল মেন্ডিস এবং ভানুকা রাজাপাকসা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball