promotional_ad

পিসিবিও বলছে ফ্লাওয়ারের অভিযোগ সত্যি, তবে...

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ খেলতে এখন সেখানে অবস্থান করছে পাকিস্তান। দলের সঙ্গে আছেন এই সফরে ব্যাটিং কোচের দায়িত্ব পাওয়া ইউনিস খানও। তবে সিরিজ মাঠে গড়ানোর আগেই দেশটির নতুন ব্যাটিং কোচকে নিয়ে গুরুতর অভিযোগ তোলেন গ্রান্ট ফ্লাওয়ার।


২০১৯ ওয়ানডে বিশ্বকাপের আগে পাকিস্তানের ব্যাটিং কোচ ছিলেন জিম্বাবুয়ের সাবেক এই ক্রিকেটার। কোচ থাকাকালীন সময়ে নাশতার টেবিলের বসে পরামর্শ পছন্দ না হওয়ায় তার গলায় ছুরি ধরেছিলেন ইউনিস। 


promotional_ad

ফ্লাওয়ারের এই মন্তব্যের পর অবশ্য পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) কিংবা ইউনিস খান এখনও কিছু বলেননি। তবে এই অভিযোগের সত্যতা স্বীকার করেছে পিসিবির একটি সূত্র। 


তারা জানিয়েছে, সত্যিই ফ্লাওয়ারের গলায় ছুরি ধরেছিলেন ইউনিস খান। তবে সেটির ঘটনা ছিল ভিন্ন। যা ভুল বুঝেছেন গ্রান্ট ফ্লাওয়ার। ঘটনাটিকে বন্ধুত্বপূর্ণ মজা বলে দাবি করেছে সূত্রটি। 


প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে সূত্রটি বলেছে, ‘ঘটনাটা তেমন গুরুতর কিছু ছিল না। ২০১৬ সালের অস্ট্রেলিয়া সফরে একদিন ব্রিসবেনে সকালে নাশতার টেবিলের বন্ধুত্বপূর্ণ মজা হয়েছিল শুধু। তবে গ্রান্ট ফ্লাওয়ার যেভাবে বলছে, তার পুরোটা সত্য নয়। ইউনিস তার দিকে ছুরি উঠিয়ে নাচাচ্ছিল এবং বলছিল যে, খাবার টেবিলের বসে কোন পরামর্শ না দেয় যেন।’


সুত্রটি আরও জানিয়েছে, বিষয়টি নিয়ে কোনো প্রকার মন্তব্য করতে আগ্রহী নন ইউনিস। পিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোন বক্তব্যের জন্য যোগাযোগ করা হলে তারা জানিয়েছে এখন ইংল্যান্ড সফরে থাকাকালীন এ বিষয়ে দলের পক্ষ থেকে কিছু বলা হবে না।


বৃহস্পতিবার এক ক্রিকেট পডকাস্টে ফ্লাওয়ার বলেছেন, ‘ইউনিস খান, তাকে শেখানো বেশ কঠিন কাজ ছিল। ব্রিসবেনে একটি টেস্টের কথা আমার মনে আছে। সেই ম্যাচ চলার সময় সকালের নাস্তায় তাকে কিছু ব্যাটিং পরামর্শ দেয়ার চেষ্টা করেছিলাম। কিন্তু তিনি আমার সেই পরামর্শ ভালোভাবে নেননি। এক পর্যায়ে আমার গলায় ছুরি ধরে বসেন, মিকি আর্থার আমার পাশেই ছিলেন। শেষ পর্যন্ত তাকে এই ঘটনায় মধ্যস্থতা করতে হয়েছে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball