করোনায় আক্রান্ত হননি স্যাম কারান

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টেস্ট শুরু হচ্ছে ৮ জুলাই । এর আগে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলছে দলটি। ম্যাচ চলাকালীন অসুস্থতা অনুভব করায় করোনা পরীক্ষা করা হয়েছিলন ইংলিশ অলরাউন্ডার স্যাম কারানের।
সেই পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। কারানের করোনার উপসর্গ দেখে ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) এক চিকিৎসক করোনা পরীক্ষার পরামর্শ দিয়েছিলেন।

এরপরই নিজেকে হোটেল রুমে স্বেচ্ছা আইসোলেশনে চলে গিয়েছিলেন তরুণ অলরাউন্ডার স্যাম কারান। এর আগে এক বিবৃতিতে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) জানিয়েছে, পেস বোলিং অলরাউন্ডার কারানের ডায়রিয়া আছে এবং তিনি অসুস্থতা অনুভব করছেন।
ম্যাচের প্রথম দিনে খেলেছেন কারান। ব্যাট হাতে অপরাজিত ছিলেন ১৫ রানে। কিন্তু এরপর দিন (বৃহস্পতিবার) আর মাঠেই নামেননি তিনি। ইসিবি থেকে বিবৃতি আসে তার একটু পরই।
কারান করোনা মুক্ত ঘোষণা হওয়ায় বড় রকমের পরিত্রাণ পেয়েছে ইসিবি। কারণ করোনা শঙ্কার মধ্যেই দর্শকশূন্য মাঠে ক্যারিবীয়দের বিপক্ষে এই সিরিজটি আয়োজন করা হচ্ছে।
এর মধ্যে কোনো ক্রিকেটার করোনায় আক্রন্ত হলে অন্য ক্রিকেটাররাও ঝুঁকিতে পড়ে যেতেন। এদিকে ইংল্যান্ডের স্কোয়াডের বাকি সদস্যদের কোভিড-১৯ পরীক্ষা করানো হবে আগামি রবিবার।