দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় একটি বিশ্বকাপের চাইতে বড়!

ছবি: ছবিঃ আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
চলতি বছর এবং আগামি বছরে অনুষ্ঠিত হওয়ার কথা দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপের। যদি করোনা আতঙ্কে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় বিশ্বকাপটি এ বছর না-ও হয় তবুও আগামি দুই বছরের মধ্যে অনুষ্ঠিত হবে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর এই দুটি শিরোপা অর্জন করতে পারলে সেটা হবে ওয়ানডে বিশ্বকাপ অর্জনের চাইতেও বেশি কিছু- এমনটা মনে করছেন ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মরগান।
কোনও ওয়ানডে বিশ্বকাপের পরপর কোনও দল টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে পারেনি। অর্থাৎ একইসঙ্গে ওয়ানডে এবং টি-টোয়েন্টি শিরোপা জয়ী দল এখনও ক্রিকেটবিশ্ব দেখেনি। এই কঠিন লক্ষ্যের দিকেই চোখ আছে ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপ জেতা মরগানের।

সম্প্রতি মরগান বলেন, 'টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ওয়ানডে বিশ্বকাপের ট্রফি এখনও একসঙ্গে পায়নি কোনও দল। এই চ্যালেঞ্জটা নিতে পারলে দারুণ হবে।
যদি বাস্তব সম্ভাবনা চিন্তা করি, পরের দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপের একটি জিততে পারলেও সেটা অসাধারণ কিছু হবে। আর যদি দুটিই কোনোভাবে জিততে পারি, পঞ্চাশ ওভারের বিশ্বকাপ জয়ের চেয়েও বড় অর্জন হবে সেটা।'
যদিও কাজটা সহজ হবে না, সেটাও মানছেন মরগান। কেননা আগামি দুটি টি-টোয়েন্টি আসরের দুটিতেই স্বাগতিকরা সুবিধা পাবে, এমনটা বিশ্বাস মরগানের।
তিনি আরও বলেন, 'দুটি আসরই দেশের বাইরে। অস্ট্রেলিয়াতে সবকিছু থাকবে অস্ট্রেলিয়ার পক্ষে। আর ভারতে থাকবে ভারতের পক্ষে। ৫০ ??ভারের বিশ্বকাপের ওপরে নজর রাখতে হলে দুটিই জিততে হবে।'