নিষেধাজ্ঞা থেকে রেহাই পেলেন আর্চার

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ডের 'জৈব সুরক্ষা' বিধি ভেঙে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্ট থেকে বাদ পড়েছেন জোফরা আর্চার। সেই সঙ্গে শঙ্কা দেখা দিয়েছিল দ্বিতীয় টেস্টে খেলা নিয়েও। তবে আপাতত সেই শঙ্কা কিছুটা কেটেছে আর্চারের। কেননা জরিমানা এবং একটি লিখিত সতর্কতা অবলম্বন করে আপাতত নিষেধাজ্ঞার হাত থেকে রেহাই পেলেন এই পেসার।
শনিবার (১৮ জুলাই) ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) পুরুষ বিভাগের ব্যবস্থাপক অ্যাশলে জাইলসের সভাপতিত্বে শৃঙ্খলা কমিটির এক শুনানিতে বিষয়টি নিশ্চিত করা হয়। সেখানে বলা হয়েছে, আর্চার সোমবারের (২০ জুলাই) ভেতর দ্বিতীয় দফায় করোনা পরীক্ষা করাবেন এবং নেগেটিভ প্রমাণিত হলে তৃতীয় টেস্টে বাছাইয়ের জন্য সময়মতো আবার দলে যোগ দেবেন।

জানা গেছে ২৫ বছর বয়সী এই পেসারকে জরিমানা করা হয়েছে ম্যাচ ফির সমতূল্য অর্থ। সেই সঙ্গে তাকে সতর্ক করা হয়েছে ভবিষ্যতে এমন কাজ করা থেকে বিরত থাকতে। প্রায় অর্ধ ঘন্টার সেই শুনানি টেলিকনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছিল এবং এতে আর্চারের এজেন্ট পাশাপাশি পেশাদার ক্রিকেটারদের সমিতির প্রতিনিধিরাও যুক্ত ছিলেন।
এর আগে সাবেক ইংলিশ ক্রিকেটার মাইকেল ভন এবং বর্তমান সহ অধিনায়ক বেন স্টোকস আর্চারকে ক্ষমা করার বিষয়ে সমর্থন প্রইদান করেন।
উল্লেখ্য ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের পূর্বমুহূর্তে দল থেকে বাদ দেয়া হয় আর্চারকে। ইংল্যান্ডের 'জৈব সুরক্ষা' বিধি ভেঙে বান্ধবীর সঙ্গে দেখা করতে যাওয়ায় এই শাস্তি পেতে হয় তাকে।