promotional_ad

ওল্ড ট্রাফোর্ডে তৃতীয় দিন বৃষ্টির দখলে

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ওল্ড ট্রাফোর্ড টেস্টের প্রথম দিন বৃষ্টির কারণে টস হতে বিলম্ব হয়েছিল। বাকি দিনটা বেশ ভালোই ছিল। দ্বিতীয় দিন বেন স্টোকস আর ডম সিবলির ব্যাটে রানের পাহাড় গড়ার ইঙ্গিত দিয়েছিল ইংল্যান্ড।


যদিও স্পিনার রস্টন চেজের দুর্দান্ত বোলিংয়ে অল আউট হওয়ার দ্বারপ্রান্তে চলে যায় স্বাগতিকরা। এরপর ৯ উইকেটে ৪৬৯ রান তুলে ইনিংস ঘোষণা করে জো রুটের দল। 


ইংল্যান্ডের এই সংগ্রহে দারুণ অবদান রেখেছেন স্টোকস এবং সিবলি। দুজনই সেঞ্চুরি তুলে নিয়েছেন। ১৭৬ রানে বেন স্টোকস এবং ১২০ রানে সাজঘরে ফেরেন। এরপর জস বাটলার ৪০ রানের বেশি করতে পারেননি।


promotional_ad

এরপর নিরাপদ সংগ্রহের চিন্তা করেই ইনিংস ঘোষণা করেন ইংলিশ দলপতি। দ্বিতীয় দিনের এক ঘণ্টা বাকি থাকতে ব্যাটিংয়ে নামে ওয়েস্ট ইন্ডিজ। খেলতে নেমে স্যাম কারেনের বলে এলবিডব্লিউ হয়ে ১২ রান করে আউট হন জন ক্যাম্পবেল।


ফলে ১৪ ওভারে ১ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের ৩২ রানে শেষ হয় দ্বিতীয় দিনের খেলা। তৃতীয় দিনের শুরু থেকেই বৃষ্টি হানা দেয় ওল্ড ট্রাফোর্ডে। তিন ঘণ্টা অপেক্ষার পর দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।


সংক্ষিপ্ত স্কোর:


ইংল্যান্ড প্রথম ইনিংস: ৪৬৯/৯ ইনিংস ঘোষণা (সিবলি ১২০, স্টোকস ১৭৬, পোপ ৭, বাটলার ৪০, ওকস ০, কুরান ১৭, বেস ৩১*, ব্রড ১১*; রোচ ৩৩-৯-৫৮-২, গ্যাব্রিয়েল ২৬-২-৭৯-০, জোসেফ ২৩.১-৫-৭০-১, হোল্ডার ৩২-১০-৭০-১, চেইস ৪৪-৩-১৭২-৫, ব্র্যাথওয়েট ৩.৫-০-৯-০)


ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস: ৩২/১ (ব্র্যাথওয়েট ৬*, ক্যাম্পবেল ১২, জোসেফ ১৪*; ব্রড ৫-১-১৪-০, ওকস ৪-৩-২-০, কুরান ৩-১-৮-১, বেস ২-০-৮-০)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball