promotional_ad

ঈদের পরে টাইগারদের শ্রীলঙ্কা সফর?

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


কোভিড-১৯ সংক্রমণের আশঙ্কা থাকায় এরই মধ্যে স্থগিত করা হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। ফলে ক্রিকেটে ফেরার সুযোগ অনেকটাই হাতছাড়া হয়ে গেছে তামিম-মুশফিকদের।


এমতাবস্থায় ক্রিকেটারদের স্বার্থে শ্রীলঙ্কা সফরের কথা পুনরায় বিবেচনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ডের ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান দেশীয় টিভি চ্যানেল এনটিভিকে এমনটাই জানিয়েছেন।  


চলতি মাসেই তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশের। কিন্তু নিরাপত্তার কথা চিন্তা করে শেষ পর্যন্ত সফরটি স্থগিত করার সিদ্ধান্ত নেয় দুই দেশের ক্রিকেট বোর্ড। ঈদুল আজহার পরে সেই সফরটি নিয়ে নতুন করে ভাবতে চাইছে বিসিবি। 


promotional_ad

আকরাম খান বলেন, 'টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত হওয়ার পর এ বছর আমাদের আর কোন খেলা নেই। এটা খুবই হতাশাজনক। ঈদের পর আমরা সবাই বসবো। চেষ্টা করবো শ্রীলঙ্কার সাথে যে সিরিজটা স্থগিত হলো সেটা খেলা যায় কিনা।'


খেলা না থাকায় অনেকটা হাপিত্যেশ করে সময় কাটছে ক্রিকেটারদের। ফিটনেস ধরে রাখতেও বেশ হিমশিম খেতে হচ্ছে অভিজ্ঞ খেলোয়াড়দের। ইমরুল কায়েস এবং মুশফিকুর রহিম যেন তারই চাক্ষুস প্রমাণ। 


মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে ব্যাটিং অনুশীলন করতে যেয়ে হাতে ফোসকা পড়েছে ইমরুলের। অপরদিকে কিছুক্ষণ রানিং করতে গিয়েই হাঁপিয়ে যেতে দেখা গেছে উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিককে।


সবমিলিয়ে নিজেদের পুরনো রূপে ফিরে পেতে যথেষ্ট গলদঘর্ম যে হতে হবে ক্রিকেটারদের তা সহজেই অনুমেয় বলা চলে। তাই এই পরিস্থিতিতে বিসিবিও ভাবছে বিকল্প পন্থা। শ্রীলঙ্কা ছাড়াও আরো কয়েকটি দেশের সঙ্গে নাকি আলোচনা করবে তারা। তবে দেশের মাটিতে নয়, বরং বিদেশে সিরিজ খেলাকে বেশি প্রাধান্য দিচ্ছে বোর্ড।


আকরাম খান তাই বলেছেন, 'এছাড়া আরো ২-১টা দেশের সঙ্গে আমরা আলোচনা করবো। পরিস্থিতি অনুযায়ী এই মুহূর্তে বাইরের কোন দলকে আনা মুশকিল হবে। আমরা চেষ্টা করবো যেন দেশের বাইরে গিয়ে আমরা খেলতে পারি।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball