promotional_ad

আয়ারল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেলেন পার্কিনসন

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ডাক পেয়েছিলেন ম্যাট পার্কিনসন। সোমবার অনুশীলন ম্যাচে চোট পেয়ে সিরিজ থেকে পুরোপুরি ছিটকে গিয়েছেন এই  লেগ স্পিনার।


অনুশীলন চলাকালীন গোড়ালিতে মারাত্মকভাবে চোট পেয়েছেন পার্কিনসন। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) জানিয়েছে, এই অবস্থাতে দলের সঙ্গে জীবাণু সুরক্ষিত পরিবেশেই রয়েছেন তিনি। 


promotional_ad

ইসিবি এখনও পার্কিনসনের বদলি হিসেবে কারও নাম ঘোষণা করেনি। এ বছরের শুরুতে ইংল্যান্ডের হয়ে অভিষেক হয়েছিল ল্যাঙ্কাশায়ারের তাঁর। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ খেললেও ছিলেন উইকেটবিহীন। 


পার্কিনসন ইংল্যান্ডের হয়ে টি-টোয়েন্টিতেও খেলেছেন গত বছর। ২০১৯ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচে নিয়েছেন ৫ উইকেট। আয়ারল্যান্ড সিরিজ বড় সুযোগ ছিল তাঁর জন্য। কিন্তু চোটের কারণে আপাতত সেই সুযোগ লুফে নিতে পারছেন না পার্কিনসন।


ইংল্যান্ড-আয়ারল্যান্ডের সিরিজটি শুরু হবে আগামী ৩০ জুলাই। বাকি দুটি ম্যাচ হবে ১ ও ৪ অগাস্ট। সবগুলি ম্যাচই হবে সাউথ্যাম্পটনের ‘জৈব সুরক্ষিত' পরিবেশে অনুষ্ঠিত হবে। আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ইংল্যান্ড দলের সহ-অধিনায়ক নির্বাচন করা হয়েছে মঈন আলীকে।


নেতৃত্বে থাকছেন নিয়মিত অধিনায়ক ইয়ন মরগান। আসন্ন ওয়ানডে সিরিজের জন্য বিশ্রাম দেয়া হয়েছে বেন স্টোকস, জস বাটলার, ক্রিস ওকস, জোফরা আর্চার এবং মার্ক উডকে। ওয়ানডে সিরিজে ইংল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধান কোচের ভূমিকায় থাকবেন সহকারী কোচ পল কলিংউড। 


নিয়মিত কোচ ক্রিস সিলভারউড এই সিরিজে বিশ্রামে যাবেন। ব্যাটিং কোচের দায়িত্ব পালন করবেন মার্কাস থ্রেসকোথিক এবং বোলিং কোচ হিসেবে থাকবেন জন লিউইস। আয়ারল্যান্ড সিরিজের পর পাকিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে ইংলিশরা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball