ইংল্যান্ডকে কাবু করতে দুই স্পিনার রাখছে পাকিস্তান?

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ডের বিপক্ষে আগামী মাস থেকে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজে দুজন স্পিনার নিয়ে খেলতে চান পাকিস্তানের বোলিং কোচ ওয়াকার ইউনুস। ইংল্যান্ডের উইকেট সাধারণত পেসারদের জন্য সহায়ক হলেও সম্প্রতি সেখানে সাফল্য পেয়েছেন ক্যারিবিয়ান স্পিনাররা।
স্বাগতিকদের বিপক্ষে ম্যানচেস্টার টেস্টের প্রথম ইনিংসে ৫ উইকেট শিকার করেন ওয়েস্ট ইন্ডিজের স্পিনার রস্টন চেজ। এছাড়া বাকি স্পিনাররাও বেশ টার্ন পেয়েছেন উইকেট থেকে। সেকারণেই স্পিন দিয়ে প্রতিপক্ষকে কাবু করার স্পৃহা জেগেছে ওয়াকার ইউনুসের।

পাকিস্তানের সাবেক এই পেসারের মতে বর্তমানে ইংল্যান্ডের কন্ডিশন অনেকটাই বদলে গেছে। তাঁর বিশ্বাস জায়গা মতো বল ফেলতে পারলে স্পিনাররাও সাফল্য বয়ে আনতে পারবেন। ওয়াকার বলেন, 'ইংল্যান্ডের কন্ডিশন বদলে যাওয়ায় দুই স্পিনার নিয়ে খেলতে পারি আমরা।'
অবশ্য প্রথম টেস্টের বোলিং লাইন আপ সাজানোর আগে ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তৃতীয় টেস্টে চোখ রাখবেন ওয়াকার। ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে অনুষ্ঠেয় এই ম্যাচে উইকেট কেমন আচরণ করে তার উপরেই নির্ভর করছে সবকিছু।
ওয়াকার বলেন, ‘আমরা দেখবো ম্যানচেস্টারে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় টেস্টে উইকেট কেমন আচরণ করে। তবে পিচের আচরণ যে পাল্টেছে এতে কোনো সন্দেহ নেই। কারা খেলবে আগেভাগে বলা যাচ্ছে না। তবে ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ শেষে আমরা একটা ধারণা পেয়েছি। এসব পিচে যারা কার্যকরী হবে তাদের প্রস্তুত করার চেষ্টা করছি আমরা।'
ইংল্যান্ডের বিপক্ষে আগামী ৫ আগস্ট তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে মুখোমুখি হবে সফরকারী পাকিস্তান। করোনাভাইরাস সংক্রমণের শঙ্কা থাকায় এই সিরিজটিও অনুষ্ঠিত হবে দর্শকশুন্য মাঠে।বর্তমানে ডার্বিতে টেস্টের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান দল।