promotional_ad

সিরিজ নির্ধারণী টেস্টে দলে ফিরছেন অ্যান্ডারসন-আর্চার

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচে দলে ফের জায়গা করে নিলেন ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন এবং জোফরা আর্চার। প্রথম ম্যাচে খেললেও দ্বিতীয় টেস্টে দলের বাহিরে ছিলেন এই দুই জনই। সিরিজ নির্ধারণী ম্যাচে ফিরছেন এই দুই জন। একই সঙ্গে ফিরছেন বিশ্রামে থাকা আরেক পেসার মার্ক উড।


তিন জনের দলে ঢোকায় বাদ পড়েছেন স্টুয়ার্ট ব্রড, ক্রিস ওকস এবং স্যাম কুরান।


promotional_ad

প্রথম টেস্টের প্রথম ইনিংসে দুর্দান্ত পারফর্ম করলেও দ্বিতীয় ইনিংসে খুব একটা সুবিধা করতে পারেননি অ্যান্ডারসন। ফলশ্রুতিতে দ্বিতীয় টেস্টে দলের বাহিরে রাখা হয়েছিল তাকে। অপরদিকে জৈব সুরক্ষা নীতি ভঙ্গের কারণে দ্বিতীয় টেস্ট শুরুর কিছুক্ষণ আগে দল থেকে বাদ দেয়া হয় আর্চারকে। জরিমানা এবং সতর্কবার্তা শুনে তৃতীয় টেস্টে ফিরতে যাচ্ছেন এই পেসার। আর প্রথম ম্যাচে জ্বলে উঠতে না পারায় দ্বিতীয় ম্যাচে বিশ্রাম দেয়া হয়েছিল উডকে।


শুক্রবার (২৪ জুলাই) করোনা পরবর্তীকালের প্রথম সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচকে কেন্দ্র করে ইতোমধ্যে ১৪ সদস্যের দলও ঘোষণা করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।


১৪ সদস্যের দল: জো রুট (অধিনায়ক), জেমস এন্ডারসন, জোফরা আর্চার, ডমিনিক বেস, স্টুয়ার্ট ব্রড, ররি বার্নস, জশ বাটলার, জ্যাক ক্রলি, স্যাম কারান, অলি পপ, ডম সিবলি, বেন স্টোকস, ক্রিস ওকস ও মার্ক উড।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball