দুইশ উইকেট পেলেও পুরোপুরি স্বস্তিতে নেই রোচ

ছবি: ফাইল ফটো

|| ডেস্ক রিপোর্ট ||
১৯৯৪ সালের পর ওয়েস্ট ইন্ডিজের প্রথম বোলার হিসেবে দুইশ উইকেটের মাইলফলক পূর্ণ করেছেন কেমার রোচ। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় এবং শেষ টেস্টে ক্রিস ওকসকে বোল্ড করে এই মাইলফলকে নিজের নাম লেখান তিনি। রোচ দুইশ উইকেট পেলেও সুবিধাজনক অবস্থানে নেই ওয়েস্ট ইন্ডিজ, যা নিয়ে চিন্তিত রোচ।
সিরিজ নির্ধারণী ম্যানচেস্টার টেস্টের দ্বিতীয় দিন শেষে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে থেমেছে ৩৬৯ রানে। জবাবে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ছয় উইকেটে ১৩৭ রান। ক্যারিবিয়ানরা পিছিয়ে আছে ২৩২ রানে।
ক্রিকইনফোকে রোচ বলেন, 'আমার মনে হয় সিরিজ জিততে পারাটাই এই মুহূর্তে আমাদের প্রধান লক্ষ্য। আমরা এই মুহূর্তে একটু পিছিয়ে আছি। তবে আমি নিশ্চিত আমরা ঘুরে দাঁড়াব এবং লড়াই চালিয়ে যাব।

এটা আমার জন্য দারুণ মুহূর্ত (২০০ উইকেট প্রাপ্তি) হবে যদি আমরা সিরিজটি জিততে পারি। তবে এটা আমার ক্যারিয়ারের সেরা মুহূর্ত অবশ্যই।'
ইংল্যান্ডের বিপক্ষে চলতি সিরিজ শুরুর আগে এই মাইলফলক থেকে মাত্র ৭ উইকেট দূরে ছিলেন রোচ। প্রথম টেস্টে উইকেটশূন্য থাকলেও পরের দুই ম্যাচে এই কীর্তি পূর্ণ করেন রোচ।
রোচ আরও বলেন, 'এই কীর্তি আমাকে কিছুটা স্বস্তি দিয়েছে। অবশ্যই এটা ছিল অনেক আবেগঘন মুহূর্ত। এই পর্যন্ত আসতে আমাকে কী করতে হয়েছে সেটা শুধু আমি জানি।
এখন আমি কতদূর যেতে পারি সেটাই দেখার বিষয়। একশ টেস্ট খেলে সম্ভবত ২৫০ বা ৩০০ উইকেট! দেখা যাক শরীর কতদিন সায় দেয়, ওয়েস্ট ইন্ডিজের হয়ে আমি কতদূর খেলতে পারি।'
২০০৯ সালে বাংলাদেশের বিপক্ষে টেস্ট অভিষেক হয় রোচের। সেই সিরিজে দুই টেস্টে যথাক্রমে ৬ উইকেট এবং ৭ উইকেট নেন রোচ। ধারাবাহিক পারফরম্যান্সে ক্যারিবীয় দলের বোলিং লাইনআপের মূল ভরসা হয়ে ওঠেন তিনি।