promotional_ad

ম্যানচেষ্টারে ৫০০'র অপেক্ষায় ব্রড

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ম্যানচেষ্টার টেস্টের তৃতীয় দিন শেষে সিরিজ জয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে ইংল্যান্ড। ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিতে স্বাগতিকদের দরকার আর মাত্র ৮ উইকেট। সিরিজের শেষ টেস্টে জো রুটের দলকে শক্ত অবস্থানে নিয়ে যাওয়ার পেছনে সবচেয়ে বড় অবদান স্টুয়ার্ট ব্রোডের। 


এখন পর্যন্ত দুই ইনিংস মিলিয়ে ৮ উইকেট শিকার করেছেন ব্রড। ম্যানচেষ্টার টেস্টের তৃতীয় দিন শেষে ক্যারিয়ারের অন্যতম সেরা মাইলফলক স্পর্শের সামনে দাঁড়িয়ে আছেন তিনি। সাদা পোশাকে ৫০০ উইকেটের মালিক হতে আর মাত্র এক উইকেট প্রয়োজন তাঁর।


promotional_ad

৪৯১ উইকেট নিয়ে তৃতীয় টেস্ট খেলতে নামা ব্রড এখন ৪৯৯ উইকেটের মালিক। প্রথম ইনিংসে ৩১ রানে ৬ উইকেটের পর দ্বিতীয় ইনিংসেও নিয়েছেন ২ উইকেট। দ্বিতীয় টেস্টে সিরিজে সমতা ফেরানো জয়ের ম্যাচে ৬ উইকেট নেন ব্রড।


অথচ সিরিজের প্রথম টেস্টে একাদশে রাখা হয়নি এই ইংলিশ পেসারকে। ঘরের মাঠে টানা ৫১ টেস্ট পর একাদশে জায়গা না পেয়ে, নিজের হতাশা আর ক্ষোভ দেখিয়েছেন প্রকাশ্যেই। তবে বাকি দুই টেস্টে সুযোগ পেয়ে স্পর্শ করেছেন একটি মাইলফলক। অপেক্ষায় রয়েছেন আরেকটির।


প্রথম বোলার হিসেবে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে ব্রড স্পর্শ করেছেন ৫০ উইকেটের মাইলফলক। টেস্ট চ্যাম্পিয়নশিপে ১১ ম্যাচে ব্রডের উইকেট সংখ্যা এখন ৫১। ১০ ম্যাচে ৪৯ উইকেট নিয়ে দুইয়ে অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্স। ‍


টেস্ট ইতিহাসের সপ্তম বোলার হিসেবে রয়েছেন ৫০০ উইকেট ছোঁয়ার অপেক্ষায় এখন ব্রড। লঙ্গার ভার্সনে সর্বোচ্চ তিন উইকেট শিকারির সবাই স্পিনার মুত্তিয়া মুরালিধরন (৮০০), শেন ওয়ার্ন (৭০৮) ও অনিল কুম্বলে (৬১৯)। পরের তিনজন আবার পেসার জেমস অ্যান্ডারসন (৫৮৯), গ্লেন ম্যাকগ্রা (৫৬৩) ও কোর্টনি ওয়ালশ (৫১৯)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball