promotional_ad

এক সপ্তাহের মধ্যেই শ্রীলঙ্কা সফর নিয়ে সিদ্ধান্ত

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


করোনার প্রভাবে স্থগিত করে রাখা হয়েছে বাংলাদেশ জাতীয় দলের শ্রীলংকা সফর। তবে সম্প্রতি ক্রিকেট পাড়ায় জোর গুঞ্জন চলছে যে ঈদের পরেই লঙ্কা সফরে যাচ্ছে বাংলাদেশ জাতীয় দল।


আশার বাণী শোনা যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তরফ থেকেও। সেই সঙ্গে জানানো হয়েছে এক সপ্তাহের ভেতরই আসবে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে লঙ্কা সফরের বিষয়ে। সেই সঙ্গে আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) থেকে বেরিয়ে সিরিজটিতে সংক্ষিপ্ত ফরম্যাটের ম্যাচ বাড়ানোর চেষ্টা করছে।


promotional_ad

সম্প্রতি বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।


আকরাম খান বলেন, 'আশা করছি এক সপ্তাহের মধ্যেই সবকিছু চূড়ান্ত হয়ে যাবে। এর আগে আমাদের কেবল তিনটি টেস্ট সিরিজ খেলার কথা ছিল। স্থগিতাদেশের পরে শুরু হওয়া নতুন আলোচনায় আমরা কিছু অতিরিক্ত ম্যাচ যুক্ত করার চেষ্টা করছি। লঙ্কান বোর্ডকেও এই প্রস্তাব দেওয়া হয়েছে।'


'বিসিবি এবং এসএলসির মধ্যে শ্রীলঙ্কা সফরের ফরম্যাটসহ নতুন শিডিউল এবং গেমের সংখ্যা নিয়ে আলোচনা চলছে যদিও এখনও কিছু চূড়ান্ত হয়নি। দ্বিপক্ষীয় আলোচনায় আমরা অক্টোবরে শ্রীলঙ্কায় যেতে চেয়েছিলাম। তারা কী বলে এখন তা দেখা যাক।'


আকরাম খান আর বলেন, 'আমরা সিরিজ শুরুর আগে কিছু প্রস্তুতি ম্যাচ খেলতে চেয়েছিলাম যাতে আমাদের ক্রিকেটাররা ভালভাবে প্রস্তুত হতে পারে। টেস্ট সিরিজ ছাড়াও আমরা কিছু সীমিত ওভারের আন্তর্জাতিক ম্যাচ খেলতে চাই। এটি ওয়ানডে হতে পারে, এটি টি-টোয়েন্টিও হতে পারে।'


করোনার প্রভাবে গেল মার্চ থেকে বন্ধ রয়েছে দেশের সকল ক্রিকেটীয় ইভেন্ট। ক্রিকেটাররা মাঠে অনুশীলনে ফিরলেও খেলা কবে শুরু হবে সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত কিছু জানায়নি বিসিবি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball