এইচপি দলের সঙ্গে খেলে শ্রীলঙ্কা সিরিজের প্রস্তুতি?

ছবি: ফাইল ফটো

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কা যাওয়ার পরিকল্পনা করছে বাংলাদেশ। এই টেস্ট সিরিজ শুরুর আগে প্রস্তুতি হিসেবে হাই পারফরম্যান্স দলের (এইচপি ইউনিট) সঙ্গে খেলতে পারে মুমিনুল হকের দল। ক্রিকফ্রেঞ্জিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক কর্মকর্তা এমনটা জানিয়েছেন।
সবকিছু ঠিকঠাক মতো এগিয়ে গেলে আগামি সেপ্টেম্বরের শেষদিকে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ। একই সময়ে শ্রীলঙ্কায় পা রাখবে বিসিবির এইচপি ইউনিট। অন্য কোনও দল না পেলে শ্রীলঙ্কার মাটিতেই এইচপি দলের বিপক্ষে প্রস্তুতি সারবেন মুমিনুল হকরা।

নাম প্রকাশ করার অনিচ্ছা শর্তে সেই কর্মকর্তা বলেন, 'যদি টেস্ট সিরিজের আগে আমরা কোনও দল না পাই, তাহলে আমরা আমাদের এইচপি দলের সঙ্গে খেলিয়ে জাতীয় দলকে প্রস্তুতি নেয়ানোর চেষ্টা করছি।
টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত হওয়ার পর বেশ সময় পাওয়া গিয়েছে, আমরা আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চাই। লঙ্কান বোর্ডের সঙ্গে আমাদের আলোচনা চলছে।'
জুলাইতে এই সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশের। যদিও করোনা পরিস্থিতে সেটা হয়নি। ইদের পরই এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বিসিবি।
সেই কর্মকর্তা আরও বলেন, 'প্রাথমিকভাবে আমরা এই সফরের জন্য রাজি হয়েছি। যদিও ইদের পর আমরা আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাব। সফর কীভাবে করবি সেই বিষয়েও সিদ্ধান্ত নেব। '
করোনার প্রভাবে গেল মার্চ থেকে বন্ধ রয়েছে দেশের সকল ক্রিকেটীয় ইভেন্ট। ক্রিকেটাররা মাঠে অনুশীলনে ফিরলেও খেলা কবে শুরু হবে সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত কিছু জানায়নি বিসিবি। জানা গেছে, এই টেস্ট সিরিজের সঙ্গে ওয়ানডে বা টি-টোয়েন্টি খেলার আগ্রহ দেখিয়েছে বিসিবি।