promotional_ad

ইংল্যান্ডকে বিশ্বকাপ জিততে সাহায্য করেছে আইপিএল!

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


২০১৯ ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডের শিরোপা জয়ের পেছনে বড় ভূমিকা রেখেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। এমনটাই মনে করেন বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইয়ন মরগান। 


গেল বছর বিশ্বকাপ শুরুর প্রায় ১৫দিন আগে শেষ হয় আইপিএল। সেই আসরে সুপরিকল্পিতভাবেই অংশগ্রহণ করেছেন ইংলিশ ক্রিকেটাররা। যা বিশ্বকাপের মঞ্চে তাঁদেরকে চাপ সামলাতে এবং ভালো খেলতে সাহায্য করেছে। 


promotional_ad

জেসন রয়, জস বাটলার বা বেন স্টোকসদের আইপিএলে অংশগ্রহন নিশ্চিত করতে কঠিন পথ পাড়ি দিতে হয়েছিলো মরগানকে। যে জন্য ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) ক্রিকেট কমিটির চেয়ারম্যান অ্যান্ড্রু স্ট্রাউসকে জোর করে রাজি করিয়েছিলেন ইংলিশ অধিনায়ক। 


কারণ হিসেবে মরগান জানিয়েছেন, আইপিএলের মঞ্চে যে পরিমাণ চাপ, সেটির সঙ্গে বিশ্বকাপ খেলার চাপেরই কেবল তুলনা চলে। ক্রিকবাজকে তিনি বলেন, ‘আইপিএলে খেলাটা ছিল স্ট্রাউসের পরিকল্পনা। আমিই তাকে সেদিকে ঠেলে দিয়েছিলাম। কারণ চ্যাম্পিয়নস ট্রফি বা বিশ্বকাপে খেলার যে চাপ তা দ্বিপক্ষীয় সিরিজে খেলে পাওয়া যায় না’


আইপিএলে খেলার পেছনে যুক্তি হিসেবে মরগান আরও বলেন, ‘তিনি (স্ট্রাউস) আমাকে জিজ্ঞেস করেন পার্থক্যটা কী? এক, আপনি যখন এখানে বিদেশি খেলোয়াড় হিসেবে খেলবেন আপনার ওপর প্রত্যাশা থাকবে বিশাল। আপনি আইপিএলে খেললে আপনার ওপর থাকে ভিন্নরকম চাপ, ভিন্ন প্রত্যাশা। কখনও কখনও আপনি তা এড়িয়ে যেতে পারবেনই না এবং আপনাকে এটির সঙ্গে মানিয়েই চলতে হয়।’


মরগান মনে করেন আইপিএল খেলোয়াড়দের সচ্ছন্দের জায়গা থেকে বের করে আনে। তিনি আরও যোগ করেন, ‘আইপিএল আপনাকে সচ্ছন্দের জায়গা থেকে বের করে আনে। আইপিএলে খেলাটা সর্বাংশেই উপকারী।'


'এটা আমাদের মানসিকতাই অন্য জায়গায় নিয়ে গিয়েছিল। এবং আমি আশা করি ভারতীয় ক্রিকেট আমাদের মতোই সঠিক জায়গায় আছে, কারণ আমরা এটি খেলোয়াড়দের গড়ে ওঠার কাজে লাগাই', আরও যোগ করেন তিনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball