promotional_ad

পাকিস্তান সিরিজে ইংল্যান্ডের ব্যাটিং কোচ ট্রট

ফাইল ফটো
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচ টেস্ট সিরিজে ইংল্যান্ডের ব্যাটিং কোচ হিসেবে দেখা যাবে দেশটির সাবেক ক্রিকেটার জনাথন ট্রটকে। এরই মধ্যে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) বিষয়টি নিশ্চিত করেছে। 


একই সঙ্গে ট্রটকে উদ্ধৃত করে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসিও টুইটারে একটি পোস্ট দিয়েছে। তারা লিখেছে, 'ইংল্যান্ডের হয়ে ১২৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ছয় হাজার ৭৯২ রান করা ট্রট পাকিস্তানের বিপক্ষে তিন টেস্ট ম্যাচে দলের ব্যাটিং কোচ হিসেবে কাজ করবেন।'


promotional_ad

ইংল্যান্ডের হয়ে ৫২টি টেস্ট ও ৬৮টি ওয়ানডে খেলেছেন ট্রট। অবসরে গিয়েছেন ২০১৮ সালে। এর আগে দেশের বা কাউন্টি দলের হয়ে দাপটের সঙ্গেই খেলেছেন তিনি।


৫ আগস্ট শুরু হচ্ছে ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের টেস্ট সিরিজ। এই ম্যাচগুলো আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। যেখানে ২২৬ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে ইংল্যান্ড ও ১৪০ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে পাকিস্তান।


সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজকে ২-১ ব্যবধানে টেস্ট সিরিজে হারিয়েছে ইংল্যান্ড। প্রথম ম্যাচে ক্যারিবিয়ানদের কাছে ৪ উইকেটে হেরে গেলেও টানা দুই ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নেয় স্বাগতিকরা।


এরপর ওয়ানডেতেও জয়ের ধারা অব্যাহত রাখে ইংল্যান্ড। আয়ারল্যান্ডের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে জিতে নেয় তারা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball