লম্বা বিরতির পর মাঠে নামছে পাকিস্তান

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
করোনার পর ব্যস্ত সময় কাটাচ্ছে ইংল্যান্ড ক্রিকেট দল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে শুরু। এরপর আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ। সেই রেশ কাটতে না কাটতেই বুধবার (৫ আগস্ট) থেকে মাঠে গড়াতে যাচ্ছে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। ম্যানচেস্টারে বাংলাদেশ সময় বিকেল ৪টায় মাঠে গড়াবে খেলাটি।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জিতে বেশ ফুরফুরে মেজাজে রয়েছে ইংল্যান্ড ক্রিকেট দল। অপরদিকে কিছুটা হলেও চাপে রয়েছে পাকিস্তান দল। কেননা একে তো লম্বা বিরতি, তার ওপর ইংল্যান্ডের কন্ডিশন। দুই মিলিয়ে কিছুটা হলেও চাপে থাকবে পাকিস্তান।
পরিসংখ্যানের হিসেবটা বেশ এগিয়ে রাখছে স্বাগতিক ইংল্যান্ডকে। পরস্পরের ৮৩ দেখায় ১৯ বার জয়ের দেখা পেয়েছে ইংল্যান্ড। অপরদিকে পাকিস্তানের জয় ১৫ ম্যাচে। দুই দলের সর্বশেষ ৫ ম্যাচের পরিসংখ্যানেও এগিয়ে রয়েছে ইংলিশরা। শেষ ৫ ম্যাচের ৪টিতেই জয় পেয়েছে ইংল্যান্ড। অপরদিকে পাকিস্তানের সঙ্গী ২ জয়,ম দুই হার এবং এক ড্র।

বরাবরের মতোই এই ম্যাচে সবার চোখ থাকছে ইংলিশ ব্যাটসম্যান জো রুটের দিকে। অপরদিকে পাক অধিনায়ক বাবর আজম সাম্প্রতিক পারফরম্যান্সের কারণে থাকছেন স্পটলাইটে।
এদিকে পাকিস্তান সিরিজে স্কোয়াডে কোনো পরিবর্তন আসছে না ইংল্যান্ডের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষের সেই দলই রাখা হয়েছে পাকিস্তান সিরিজের জন্য। একাদশে মার্ক উড বা জোফরা আর্চারের ভেতর একজন খেলবেন বলে জানিয়েছেন রুট। দলে থাকছেন স্টুয়ার্ট ব্রড এবং বেন স্টোকস।
অপরদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ডের করা ভুলগুলো কাজে লাগাতে চায় পাকিস্তান। প্রথম টেস্টে দুই স্পিনার খেলানোর বিষয়ে ভাবছে পাকিস্তানের হেড কোচ।
সম্ভাব্য একাদশ:
ইংল্যান্ড: ডম সিবলি, ররি বার্নস, জো রুট, বেন স্টোকস, ওলি পোপ, জশ বাটলার, স্যাম ক্যুরান/ক্রিস ওকস, ডোম বেস, স্টুয়ার্ট ব্রড, মার্ক উড/জোফরা আর্চার, জেমস অ্যান্ডারসন।
পাকিস্তান: শান মাসুদ, আবিদ আলি, আজহার আলি, বাবর আজম, আসাদ শফিক, ফাওয়াদ আলম/শাদাব খান, মোহাম্মদ রিজওয়ান, ইয়াসির শাহ, শাহিন আফ্রিদি, মোহাম্মদ আব্বাস, নাসিম শাহ।