promotional_ad

হেরেও ইতিবাচক থাকছেন মরগান

ছবিঃ গেটি ইমেজ
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আয়ারল্যান্ডের বিপক্ষে সাত উইকেটে হেরেছে ইংল্যান্ড। ম্যাচটি হারলেও ইতিবাচক মানসিকতা রাখছেন ইংলিশ দলপতি ইয়ন মরগান।


আগেই অবশ্য সিরিজ জিতে নিয়েছে স্বাগতিকরা। এই ম্যাচটি জিতে আইরিশদের সিরিজ হোয়াইটওয়াশের সুযোগ ছিল বিশ্বচ্যাম্পিয়নদের সামনে। তবে সেই লক্ষ্যে পৌঁছুতে পারেনি তারা।এরপরেও পুরো সিরিজে দাপুটে পারফর্ম করা তারুণ্যনির্ভর দলের ওপর আস্থা রাখছেন ইংল্যান্ড দলপতি মরগান।


promotional_ad

সিরিজ শেষে গণমাধ্যমকে তিনি বলেন, 'এটা ছিল দারুণ একটি ইতিবাচক সিরিজ। জয়কে কখনোই আমরা প্রত্যাশিত বলতে পারি না। এই ম্যাচ দেখে প্রমাণ করা যায় যে আপনি যখন ছন্দে থাকেন না তখন কত সহজেই ম্যাচ হারা যায়!' 


তরুণ এবং অনভিজ্ঞ একটি দল নিয়েও এভাবে লড়াই করাটাকে ইতিবাচক বিষয় বলে মানছেন মরগান। তিনি বলেন, '২০১৭ সালের পর আমরা সিরিজ হেরেছি বলে মনে পড়ে না। এরকম অনভিজ্ঞ একটি দল নিয়ে এভাবে লড়াই চালানো দারুণ ইতিবাচক একটি বিষয়।'


সফরকারী আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডেতে মরগানের অনবদ্য সেঞ্চুরিতে ৩২৮ রান সংগ্রহ করে ইংল্যান্ড। তবে এত রান করার পরেও অ্যান্ড্রু বালবির্নি এবং পল স্টার্লিংয়ের জোড়া সেঞ্চুরিতে পরাজয় বরণ করতে হয় স্বাগতিকদের। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball