ওল্ড ট্রাফোর্ডে শান মাসুদ ও বোলারদের আধিপত্য

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ম্যানচেস্টার টেস্টে বেশ আধিপত্য দেখাচ্ছে আজহার আলীর নেতৃত্বাধীন পাকিস্তান। ম্যাচের দ্বিতীয় দিনও নিয়ন্ত্রণ অনেকটা নিজেদের হাতে রেখেছে তারা। পাকিস্তানের দুর্দান্ত বোলিংয়ে ৪ উইকেট হারিয়ে ৯২ রান সংগ্রহ করেছে জো রুটের দল। ফলে সফরকারীদের চেয়ে এখনও ২৩৪ রানে পিছিয়ে রয়েছে তারা।
এদিন ওল্ড ট্রাফোর্ডে ২ উইকেটে ১৩৯ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে পাকিস্তান। ৪৬ রানে অপরাজিত থাকা ওপেনার শান মাসুদ নিজের সামর্থ্যের জানান দিয়ে তুলে নেন চতুর্থ টেস্ট সেঞ্চুরি। এই নিয়ে টানা তিন টেস্টে সেঞ্চুরি করে রেকর্ড বুকে নাম লিখিয়েছেন এই বাঁহাতি ব্যাটসম্যান।
২০১৫ সালে শ্রীলঙ্কার বিপক্ষে পাল্লেকেলেতে ১২৫ রানের ইনিংস খেলেন শান মাসুদ। এরপর গত বছর শ্রীলঙ্কার বিপক্ষে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন তিনি। টানা দ্বিতীয় সেঞ্চুরির জন্য বাংলাদেশকে বেঁছে নেন ৩০ বছর বয়সী এই ক্রিকেটার। চলতি বছর মুমিনুল হকদের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে সেঞ্চুরি হাঁকান মাসুদ। এবার ইংল্যান্ডের বিপক্ষেও যথারীতি ফর্ম ধরে রেখেছেন তিনি।
এদিন অবশ্য সেঞ্চুরির পরও থামেননি মাসুদ। অপর প্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকলেও উইকেটে অটল থাকেন তিনি। শেষ পর্যন্ত ১৫৬ রান করে ইংল্যান্ডের পেসার স্ট্রুয়ার্ট ব্রডের বলে এলবিডব্লিউ হন মাসুদ। ইংল্যান্ড বোলারদের সামনে মাসুদ ছাড়া ডানহাতি ব্যাটসম্যান বাবর আজম এবং লেগ স্পিন অলরাউন্ডার শাদাব খানই শুধু দাঁড়াতে পেরেছেন। ১০৬ বলে ৬৯ রানের ইনিংস খেলেছেন তিনি।

অপরদিকে ৪৫ রানের একটি কার্যকরী ইনিংস খেলে দলকে শক্ত পুঁজি এনে দিতে সাহায্য করেন শাদাব। শেষ পর্যন্ত ইংল্যান্ড বোলারদের তোপে নিজেদের প্রথম ইনিংসে ৩২৬ রানে অলআউট হয় পাকিস্তান। স্বাগতিকদের হয়ে তিনটি করে উইকেট শিকার করেছেন জফরা আর্চার এবং স্ট্রুয়ার্ট ব্রড। এছাড়া একটি করে উইকেট পান জেমস অ্যান্ডারসন ও ডম বেস।
এরপর খেলতে নেমে দলীয় মাত্র ১২ রানের মাথায় ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে ইংল্যান্ডও। চতুর্থ উইকেটে জো রুট এবং অলি পোপ ৫০ রানের জুটি গড়ে দলকে কিছুটা স্বস্তি দেন। কিন্তু ৬২ রানের মাথায় অধিনায়ক রুটকে (১৪) মোহাম্মদ রিজওয়ানের হাতে ক্যাচ বানিয়ে ব্রেক থ্রু এনে দেন লেগ স্পিনার ইয়াসির শাহ।
পরবর্তীতে উইকেটরক্ষক ব্যাটসম্যান জস বাটলারকে সঙ্গে নিয়ে বাকি দিন শেষ করেন পোপ। দিন শেষে ২২ বছর বয়সী এই ডানহাতি ব্যাটসম্যান অপরাজিত থাকেন ৪৬ রানে। আর তাঁর সঙ্গী বাটলারের সংগ্রহ ১৫ রান। পাকিস্তানের ডানহাতি পেসার মোহাম্মদ আব্বাস ২টি এবং শাহিন শাহ আফ্রিদি একটি উইকেট নেন।
এর আগে ম্যাচটির শুরুতে টসে জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক আজহার আলী। এরপর খেলতে নেমে ৪৩ রানে দুই উইকেট হারানোর পর শান মাসুদ এবং বাবর আজমের ব্যাটে ঘুরে দাঁড়ায় তারা। তৃতীয় উইকেটে ৯৬ রানের জুটি গড়ে দিন শেষ করেন এই দুই ব্যাটসম্যান।
সংক্ষিপ্ত স্কোরঃ (দ্বিতীয় দিন শেষে)
পাকিস্তান প্রথম ইনিংসঃ ৩২৬/১০ (১০৯.৩ ওভার) (মাসুদ ১৫৬, বাবর ৬৯; ব্রড ৩/৫৪, আর্চার ৩/৫৯)
ইংল্যান্ড প্রথম ইনিংসঃ ৯২/৪ (২৮ ওভার) (পোপ ৪৬*, বাটলার ১৫*; আব্বাস ২/২৪, শাহিন শাহ আফ্রিদি ১/১২)