promotional_ad

সাবেক অধিনায়কের জুতা বহন মিসবাহর কাছে স্বাভাবিক বিষয়

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইংল্যান্ডের বিপক্ষে ম্যানচেস্টার টেস্টে একাদশে জায়গা হয়নি সরফরাজ আহমেদের। পাকিস্তানের সাবেক অধিনায়ক চলমান ম্যাচটিতে দ্বাদশ ব্যক্তির ভূমিকা পালন করছেন। ম্যাচের দ্বিতীয় দিন উইকেটে থাকা ব্যাটসম্যানদের পানি ও জুতা সরবরাহ করতে দেখা গেছে তাঁকে (৭১তম ওভারে)।


দলের সিনিয়র খেলোয়াড় হওয়া সত্ত্বেও তার সঙ্গে ঘটা এমন ঘটনা মানতে পারেননি সাবেকরা। ফলে ক্ষোভে ফেটে পড়েছেন তারা।


promotional_ad

কিন্তু সরফরাজের এমনটা করায় দোষের কিছু দেখছেন না পাকিস্তানের হেড কোচ মিসবাহ উল হক। বিষয়টিকে অতি সাধারণ হিসেবেই মানছেন তিনি। তার মতে এই কাজ করায় সরফরাজেরও কোনো আপত্তি ছিল না।


মিসবাহ বলেন, এটি খুব সাধারণ বিষয় (প্রাক্তন অধিনায়কের পানীয় বহন করা) এবং আমি মনে করি না যে এটি সরফরাজের জন্যও সমস্যা ছিল। এমনকি আমি ক্যাপ্টেন থাকাকালীন অস্ট্রেলিয়ার বিপক্ষে দলের হয়ে পানীয় নিয়ে এসেছি। কিন্তু আমি সেই বিশেষ ম্যাচটি খেলিনি। ওই ম্যাচে আমি দ্বাদশ ব্যক্তি ছিলাম।'


এর আগে সরফরাজের প্রতি এমন আচরণের তীব্র নিন্দা প্রকাশ করেন সাবেক পাকিস্তানি গতিতারকা শোয়েব আখতার এবং পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিক। সাবেক অধিনায়ক হিসেবে সতীর্থের জুতা বহনের বিষয়টিতে বেশ চটেছেন তারা।   


পাকিস্তানের হয়ে এখন পর্যন্ত সরফরাজ খেলেছেন ৪৯টি টেস্ট। ৩৬.৩৯ গড়ে করেছেন ২ হাজার ৬৫৭ রান। যেখানে রয়েছে তার ৩টি শতক এবং ১৮টি অর্ধশতক।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball