শ্রীলংকা সফরে সাকিবকে নিয়ে আশাবাদী বাশার

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
জুয়াড়ির কাছ থেকে প্রস্তাব পেয়ে তা গোপন রাখায় গত বছরের ২৯ অক্টোবর ক্রিকেটে দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। যার মধ্যে এক বছরের সাজা হলো স্থগিত নিষেধাজ্ঞা।
অর্থাৎ এ বছরের ২৯ অক্টোবরে নিষেধাজ্ঞা থেকে মুক্ত হবেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। তবে এই নিষেধাজ্ঞা শেষ হওয়ার আগেই অনুশীলনে ফিরবেন সাকিব।

ফলে করোনা পরবর্তী ক্রিকেটে সাকিবের ফেরা নিয়ে আশায় বুক বাঁধছেন ক্রিকেট ভক্তরা। অপরদিকে সাকিবকে নিয়ে ইতোমধ্যে পরিকল্পনার ছক কষা শুরু করেছেন টিম ম্যানেজমেন্ট। এমনকি আসন্ন শ্রীলংকা সফরে দলে সাকিবের উপস্থিতি আশা করছেন জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার।
সম্প্রতি গণমাধ্যমের কাছে এমন আশাবাদ ব্যক্ত করেন এই নির্বাচক।
হাবিবুল বাশার বলেন, ‘শ্রীলঙ্কা সফরেই সাকিবকে দলে পাওয়ার আশা করছি। সাকিবকে আমাদের খুব প্রয়োজন। যেহেতু অনেকদিন ধরে খেলার বাইরে আছি, সবকিছু এখন নতুন করে শুরু করতে হচ্ছে। এই সময় আমাদের পূর্ণ একাদশ নিয়ে খেলা দরকার।’
‘সাকিব ফিরলে বাংলাদেশ দলের জন্য অনেক সুবিধা হবে। ভারতে দুটি টেস্ট ও পাকিস্তান সফরে সাকিব ছিল না। তাকে আমরা মিস করেছি। পাকিস্তানে মুশফিকও ছিল না। আমরা পুরো একাদশ নিয়ে খেরতে পারছি না। সাকিব দলে থাকলে অনেক সমস্যারি সমাধান হয়ে যাবে।’