দল হেরে গেলেও ক্যারিয়ার সেরা র্যাংকিংয়ে শান মাসুদ

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত ম্যানচেস্টার টেস্টে দারুণ পারফর্ম করেন পাকিস্তান ওপেনার শান মাসুদ। প্রথম ইনিংসে ৩১৯ বলে খেলেন ১৫৬ রানের অনবদ্য একটি ইনিংস। ম্যাচটি শেষ পর্যন্ত পাকিস্তান হেরে গেলেও সেঞ্চুরি সুবাদে র্যাংকিংয়ে উন্নতি হয়েছে বাঁহাতি ব্যাটসম্যান মাসুদের।
এই ম্যাচের আগে ৩৩ নম্বরে থাকা মাসুদ এক ইনিংস দিয়েই উঠে এসেছেন ক্যারিয়ার সেরা ১৯ নম্বর পজিশনে। চলতি বছরের ফেব্রুয়ারিতে ৩২ নম্বরে ছিলেন তিনি। এতদিন এটাই ছিল তাঁর টেস্টের সেরা র্যাংকিং।

মাসুদ ছাড়াও টেস্ট ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে উন্নতি হয়েছে ইংল্যান্ড অলরাউন্ডার ক্রিস ওকস, উইকেটরক্ষক ব্যাটসম্যান জস বাটলার এবং ডানহাতি অলি পোপের। দ্বিতীয় ইনিংসে ৮৪ রানে অপরাজিত থেকে দলকে রোমাঞ্চকর জয় এনে দেয়া ওকস ১৮ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৭৮ এ। একই সঙ্গে টেস্ট অলরাউন্ডারদের র্যাংকিংয়ে সাত ধাপ এগিয়েছেন তিনি।
অপরদিকে ৭৫ রানের ইনিংস খেলে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখা বাটলার উঠে এসেছেন ৪৪ থেকে ৩০ নম্বর পজিশনে। প্রথম ইনিংসে ৬২ রান করা পোপ ক্যারিয়ার সেরা ৩৬ নম্বরে উঠে এসেছেন এরই মধ্যে।
টেস্ট বোলারদের র্যাকিংয়েও এসেছে কিছু পরিবর্তন। ম্যানচেস্টার টেস্টে ৮ উইকেট শিকার করা লেগ স্পিনার ইয়াসির শাহ দুই ধাপ এগিয়ে ২২ নম্বরে উঠে এসেছেন। আরেক লেগ স্পিনার শাদাব খানেরও উন্নতি হয়েছে র্যাংকিংয়ে। বর্তমানে ৬৯ নম্বরে অবস্থান করছেন তিনি।